অন্যান্য

দেশজুড়ে ১’শ-এর নিচে নামলো একদিনে করোনায় মৃত্যু

দেশজুড়ে ১’শ-এর নিচে নামলো একদিনে করোনায় মৃত্যু।

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বাংলাদেশে ৮০ জনের মৃত্যু। এই নিয়ে ভাইরাসটিতে ২৫ হাজার ৯২৬ জনের মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ ছাড়া আরও ৩ হাজার ৪৩৬ জন নতুন করে শনাক্ত হন। এ নিয়ে দেশে শনাক্ত বেড়ে হয়েছে ১৪ লাখ ৮৬ হাজার ৫৮৯ জনে।

(২৮ আগস্ট) শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে সারাদেশে একদিনে মৃত্যু হয়েছিল ১১৭ জনের। একই দিনে কোরোনায় শনাক্ত হয়েছিল ৩ হাজার ৫২৫ জন।

অন্যদিকে, মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৯০০ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যুর সংখ্যা ৪৪ লাখ ৯৭ হাজার ৬৯৬ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১১ হাজার ২৮৯ জন। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি ৬১ লাখ ৬৩ হাজার ৭৩৬ জনে। সুস্থ হয়েছেন ১৯ কোটি ৩১ লাখ ৪৯ হাজার ৫০০ জন। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে শনিবার এই তথ্য জানা গেছে।

আরও সংবাদঃ দেশজুড়ে ১’শ-এর নিচে নামলো একদিনে করোনায় মৃত্যু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *