অন্যান্য

নদীতে মাছ ধরতে গিয়ে সবার সামনে অলৌকিকভাবে তলিয়ে গেল স্কুল ছাত্র

‘আমার পা ধরে টেনে নিচ্ছে, বাঁচাও’ বলতে বলতেই তলিয়ে গেল স্কুলছাত্র।

বগুড়ার শেরপুর করতোয়া নদীর হাঁটু পানিতে রবিন হাসান (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে মাছ ধরতে গিয়ে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। এ ঘটনা ঘটে বুধবার সন্ধ্যায় উপজেলার গাড়িদহ ইউনিয়নে রামনগর দক্ষিণপাড়া করতোয়া নদীর ঘাটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হামিদুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্কুলছাত্র রবিন হাসান রামনগর গ্রামের গোলাম রব্বানীর ছেলে ও গাড়ীদহ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।

এখন বর্ষার মৌসুম তাই প্রতিবেশী চাঁনমিয়া, রঞ্জু মিয়া ও নাঈম হাসানসহ অনেকে করতোয়া নদীতে মাছ ধরতে যান বলে জানান এলাকাবাসী। মাছ ধরতে ধরতে রামনগর দক্ষিণপাড়া করতোয়া নদীর ঘাটে পৌঁছালে রবিন হাসান চিৎকার করে বলেন, ‘আমার পা ধরে কে যেন টেনে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও’। তখন চাঁনমিয়া রবিনের হাত ধরতেই রবিন নদীর গভীরে ডুবে যায়।

চাঁনমিয়া, রঞ্জু মিয়া ও নাঈম হাসান এ সময় তাকে খুঁজতে থাকেন। কিছুক্ষণ পর তারা রবিন হাসানের পা একটু ভাটির দিকে ভাসতে দেখে। তারা রবিন হাসানের পা ধরে নদীর কিনারায় তুলে আনে। দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

সেখানকার স্থানীয় মোস্তফা মাস্টার জানান, দক্ষিণপাড়া করতোয়া নদীর ঘাটে দীর্ঘ ৫ বছর ধরে বর্ষার মৌসুমে মাছ ধরতে গেলে এমন ঘটনা ঘটে। উপজেলা মৎস্য অফিসার মো: মাসুদ রানা সরকার বলেন, মাঝে মধ্যে এমন অলৌকিক ঘটনা ঘটছে।

আরও সংবাদঃ নদীতে মাছ ধরতে গিয়ে সবার সামনে অলৌকিকভাবে তলিয়ে গেল স্কুল ছাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *