দাগনভূঞা

দাগনভূঞায় গনজমায়েত ঠেকাতে কঠোর অবস্থানে পুলিশ

নোভেল করোনাভাইরাস প্রতিরোধ ব্যবস্থায় সামাজিক দুরত্ব বজায় ও জারীকৃত নির্দেশনা বজায় রাখতে কঠোর অবস্থানে দাগনভূঞা থানা পুলিশ।

গণ পরিবহন , সামাজিক দুরত্ব, গনজমায়েত বন্ধ করতে কঠোর অবস্থানে দেখা যায় পুলিশকে।

উপজেলার দাগনভূঞা জিরো পয়েন্ট, সিলোনিয়া বাজার, সেবারহাট ও দুধমুখা সহ এই ৪ টি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয় পুলিশের চেক পোষ্ট। জরুরী সেবা সমূহের গাড়ী ব্যতীত চলাচল করতে দিচ্ছে না কোন যানবাহন।

যারা রাস্তায় বের হয়ে উপযুক্ত প্রমাণ না দেখাতে পারলে দিচ্ছে কঠোর শাস্তি।

পুলিশের পক্ষ থেকে উপজেলার প্রত্যেকটি স্থানে চালানো হচ্ছে জোর প্রচারণা। ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম শিকদার জানান গনজমায়েত, গণ পরিবহন বন্ধ ও জনসাধারণকে সচেতনার জন্য প্রচারণা ও অভিযান অভ্যহত থাকবে। কেউ যদি সরকারের জারীকৃত আইন অমান্য করে তাহলে কঠিন ব্যবস্থা নেয়া হবে বলে কঠোর হুঁশিয়ারী দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *