অন্যান্য

চুয়াডাঙ্গায় পাবজি টুর্নামেন্টে অংশ নিতে এসে আটক ১০৮

চুয়াডাঙ্গায় আয়োজন করে নিষিদ্ধ মোবাইল গেমস পাবজি প্রতিযোগীতায় অংশ নেয়ার দায়ে ১০৮ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে শহরতলীর দৌলতদিয়াড় এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাদেরকে আটক করা হয়। তারা সবাই ঢাকা, নারায়ণগঞ্জ, কক্সবাজারসহ বিভিন্ন জেলা থেকে পাবজি টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য চুয়াডাঙ্গায় একত্রিত হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে দেশের বিভিন্ন জেলা থেকে চুয়াডাঙ্গায় আসে শতাধিক উঠতি বয়সী কিশোর ও যুবক। শহরতললীর দৌলতদিয়াড় এলাকায় একটি কমিউনিটি সেন্টারে রাতভর পাবজি গেমস প্রতিযোগীতায় অংশ নেয়। এমন খবর পেয়ে বুধবার সকালে ওই কমিউনিটি সেন্টারে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। এসময় পাবজি টুর্নামেন্টে অংশ নেয়া ১০৮ কিশোর যুবককে আটক করা হয়।

প্রতিযোগীতায় অংশ নেয়া কিশোর যুবকরা বলেন, অনলাইনের মাধ্যমে আমন্ত্রণ পেয়ে চুয়াডাঙ্গায় খেলতে আসি। এখানে ১৯টা খেলোয়াড় গ্রুপ অংশ নেয়। প্রতি গ্রুপে ৪ জন করে সদস্য আছে। সকলের সাথে সকলের খেলা হয়। খেলায় বিজয়ীদের ট্রফি উপহার দেয়া হয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান জানান, আটককৃত সবাই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। তাদের সবার কাছ থেকে দামী দামী মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, এখানে অর্থ লেনদেনের বিষয়টি লক্ষ্যনীয়। তারা সরাসরি জুয়া না খেললেও নিজেদের মধ্যে অর্থ আদান প্রদান করে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান বলেন, আটককৃতদের বয়স বিবেচনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। যারা অপ্রাপ্ত বয়স্ক তাদের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে, আটককৃতের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া ও সহকারি কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম। এর মধ্যে ২৪ জনকে দুইদিন করে কারাদণ্ড দেয়া হয়।

৭৮ জনের বয়স পূর্ণ না হওয়ায় তাদের ব্যাপারে যাচাই বাছাই চলছে। বাকি ৬ আয়োজকদের ব্যাপারে আইনগত প্রক্রিয়া নেয়া হবে বলে জানা গেছে।

Selahaddin
HACKED BY ZYN3V4N / AYYILDIZ TİM TÜRKLERLE DOST OL DÜŞMAN OLMA!
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *