অন্যান্য

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের

গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আল আমিন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ মে) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম রাফি।

নিহত নাম আল আমিন গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকার বাসিন্দা আক্তার আলীর ছেলে। স্থানীয় চান্দনা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন তিনি।

আরও পড়ুন : বিশ্বের সবচেয়ে দামি জার্সি রিয়াল মাদ্রিদের

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার আল আমিন ও তার খালাতো ভাই শাকিল আহমেদসহ চারজন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট চত্বরে বেড়াতে যান। এ সময় চার-পাঁচজন ছিনতাইকারী প্রথমে তাদের নাম-পরিচয় জানতে চায়। এরপর তাদের সঙ্গে যা আছে তা দিতে বলে। এক পর্যায়ে আল আমিনের কাছে থাকা মোবাইল ফোনটি ছিনতাইয়ের চেষ্টা করলে সে তাদের বাধা দেয়। এ সময় ছিনতাইকারীরা তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

গাজীপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম রাফি জানান, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আল আমিন। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *