অন্যান্য

মালিকের পুঁজিতে হাত ‘রাজা মশাইয়ের’

প্রায় চার বছর লালন-পালন করে কোরবানির ঈদের জন্য ‘রাজামশাই’কে প্রস্তুত করেছিলেন কেহিলির মধ্য বাসুদেবপুর গ্রামের খামারি মোজাম্মেল হক জোয়ারদার।

জানা গেছে গত ৪ বছরে ১২শ’ কেজি ওজনের ষাঁড়টির পেছনে তার খরচ হয়েছে প্রায় ৬ লাখ টাকা। তাই দুই লাখ টাকা লাভে ৮ লাখ টাকা দামে বিক্রি করতে চেয়েছিলেন তিনি। কিন্তু চলমান করোনা পরিস্থিতিতে অবশেষে লোকসান দিয়ে মাত্র ৩ লাখ টাকায় ষাঁড়টি বিক্রি করতে হয়েছে।

বুধবার (২২ জুলাই) অনলাইনে গরুটি কিনে নেন ঢাকার এক ক্রেতা।

এ প্রসরঙ্গ মোজাম্মেল হক জোয়ারদার গণমাধ্যমকে বলেন, চার বছর ধরে অত্যন্ত যত্ন করে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের বীজ থেকে জন্ম নেওয়া গরুটিকে বড় করেছি। আকারে বেশ বড় আর চলন-বলনে রাজার মতো হওয়ায় নাম দিই ‘রাজামশাই’। এটির উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, লম্বা ১১ ফিট ৯ ইঞ্চি, ওজন ১২শ’ কেজি। ক্রেতা না থাকায় লোকসান দিয়েই গরুটি বিক্রি করেছি। সূত্র : সময় নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *