ফেনী

ফেনীতে মৎস আড়তে ভ্রাম্যমান আদালতের অভি্যান, ৬ মাছ ব্যবসায়ীর জরিমানা

নিজস্ব প্রতিনিধি-ঃ ফেনী পৌর মৎস আড়তের ৬ মাছ ব্যবসায়ীর ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মনিরুজ্জামান মৎস্য ও পরিবেশ আইনে এ জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মনিরুজ্জামান জানান, পৌর মৎস আড়তে মৎস্য ও পরিবেশ আইন অমান্য করার অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জাটকা ইলিশ সংরক্ষণের দায়ে শাহী মাছের আড়তদার ফরহাদ উদ্দীন বাদলকে ৪ হাজার টাকা এবং আফ্রিকান মাগুর বিক্রয়ের অপরাধে পদ্মা মাছের আড়তদার খুরশিদ আলমকে ২ হাজার টাকা, আড়তের পাশে ফুটপাতের ওপর মাছ রাখায় মাছ ২ মাছ ব্যবসায়ী জাফর আলম, ছুট্টুকে ১ হাজার টাকা এবং রাস্তায় মাছের দুর্গন্ধযুক্ত পানি ফেলে পরিবেশ দূষণের জন্য শহীদুল ইসলাম ও কেশব নামের ২ জন ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, জব্দকৃত এক মণ জাটকা মাছ ও ২৫ কেজি মাগুর মাছ দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *