ফেনী

ফেনীতে দুই শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ

করোনায় মানবিক সংকটে ফেনীতে দুই শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করেছে ‘তৃপ্তির আহার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মঙ্গলবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এ কর্মসূচি পালিত হয়।

ওই দিন সকালে নিত্যপণ্যের পসরা বসায় স্বেচ্ছাসেবী সংস্থা তৃপ্তির আহার’র সদস্যরা। পরে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় সবজি সংগ্রহ করে নিম্ন আয়ের মানুষরা।

এ বিষয়ে প্রধান উদ্যোক্তা ওসমান গণী রাসেল জানায়, করোনা দূর্যোগকালে সপ্তাহে ৩ দিন শহরের বিভিন্ন পয়েন্টে এ কার্যক্রম চালানো হবে। এ কার্যক্রমে তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। কার্যক্রমে তৃপ্তির আহার ছাড়াও তারুণ্যের বন্ধন, দুর্নিবারসহ আরও কিচ্ছু স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করেন বলে জানান তিনি।

তৃপ্তির আহারের অন্যতম সমন্বয়ক নিষাদ আদনান জানায়, নিম্নবিত্ত শ্রেণী যাদের প্রয়োজন থাকা সত্ত্বেও কারও কাছে চাইতে পারেনা তাঁরা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করলে সাধ্যমতো ত্রাণ সহায়তা দেয়ারও আশ্বাস দেন।

তারুণ্যের বন্ধনের মিরাজ আহেমদ বলেন, সমাজের জন্য কিছু করতে সবারই এগিয়ে আসা উচিত। তিনি সামর্থ্যবান সবাইকে সবার পাশে এসে দাঁড়ানোর আহবান জানান।

দুর্নিবারের কামরুল জানায়, তৃপ্তির আহারের কর্মসূচির পর তিনি নিজ এলাকার দরিদ্র মানুষদের মাঝে এ ধরনের কার্যক্রম করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *