ফেনীতে বালুবাহী ট্রাক ও ট্রেনের সংঘর্ষ, নি* হত ২

ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ ব্রিজ-সংলগ্ন এলাকায় চট্টগ্রামগামী মেইল ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ঝরে গেলো দুটি তাজা প্রাণ। স্থানীয়দের অভিযোগ, ট্রেন চলাচলের সময় রেলগেটে ব্যারিয়ার না ফেলার কারণে এ ম* র্মান্তিক দু* র্ঘটনা ঘটেছে।

আরো পড়ুনঃ ফিট থাকতে এক বেলা ভাত খাচ্ছেন শাবনূর

নি* হত মো. মিজান (৩২) বরিশাল উজিরপুরের কাউয়ারাহা এলাকার আবুল হাওলাদারের ছেলে। অপরজন ট্রেনের অজ্ঞাত এক যাত্রী। তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা যায়নি। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. জাকির হাসান।

শুক্রবার (৫ এপ্রিল) সকালের দিকে এ দু* র্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গেটম্যান মো. সাইফুল পলাতক রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজ-সংলগ্ন এলাকার রেলগেটে সকালের দিকে গেটম্যান দায়িত্বরত অবস্থায় ছিলেন না। এ সময় চট্টগ্রামগামী মেইল ট্রেন অতিক্রম করার সময় গেটব্যারিয়ার দাঁড় করানো অবস্থায় ছিল। ওই সময় বালুবাহী ট্রাক রেললাইন পার হতে গেলে দুর্ঘটনায় পতিত হয়। পরে খবর পেয়ে রেললাইনের ওপর পড়ে থাকা দুর্ঘটনা কবলিত ট্রাক ও ম* রদেহ দুটি সরিয়ে নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর ছাগলনাইয়া থানা পুলিশ নি*nহতদের ম* রদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

আরো পড়ুনঃ প্রেম করার সময় হয়নি: পায়েল

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম ট্রেন দুর্ঘ* টনায় দুজন নি*bহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ম* রদেহ দুটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার মো. জাকির হাসান বলেন, বালুবাহী ট্রাক রেল ক্রসিং করার সময় ট্রাকের পেছনের অংশে লেগে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুনঃ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রেটের চলচ্চিত্র ‘আয়নাবাজি’

Leave a Comment