বিনোদন

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রেটের চলচ্চিত্র ‘আয়নাবাজি’

অমিতাভ রেজা পরিচালিত জনপ্রিয় চলচ্চিত্র ‘আয়নাবাজি’ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রেটের চলচ্চিত্রের মর্যাদা পেয়েছে। ২০১৬ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্র সাড়া ফেলে দিয়েছিল সিনেমাপ্রেমীদের মাঝে।

১৩০ দেশে বানানো চলচ্চিত্র বিশ্লেষণ ও আইএমডিবি’র (ইন্টারনেট মুভি ডাটাবেজ) রেটিং স্কোর ব্যবহার করে দেশভিত্তিক বিশ্বের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত চলচ্চিত্রের তালিকা প্রকাশ করেছেন ট্রান্সক্রিপশন সাইট ‘অ্যাম্বার স্ক্রিপ্ট ডট কম’।

রেটিং পয়েন্ট ৯.১ পেয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে অমিতাভ রেজা পরিচালিত ছবি ‘আয়নাবাজি’। রেটিং পয়েন্ট ৯ পেয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্যের ‘দ্য ডার্ক নাইট’ (২০০৮) ও শ্রীলংকার ‘আলোকো উদাপাদি’ (২০১৭)।

বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পাশাপাশি সাত ক্যাটাগরিতে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ লাভ করে ‘মিরর গেম’ খ্যাত ‘আয়নাবাজি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *