ফেনী

ফেনীতে ৩ ছিনতাইকারী গ্রেফতার, একজনের আদালতে দায় স্বীকার

ফেনীতে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ। এদের মধ্যে ইব্রাহিম হোসেন রাজু নামে এক ছিনতাইকারী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেনের আদালতে রাজু এই জবানবন্দি দেন। গ্রেফতারকৃত রাজু ভোলার রাজাপুরের আব্দুর রহিমের ছেলে। রাজুর স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাই কাজে জড়িত থাকায় ফেনী সদরের সোনাপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে সাগর ও বাগেরহাটের মোরলগঞ্জের ফারুক শেখের ছেলে জুয়েল শেখকে গ্রেফতার করে ফেনী মডেল থানার উপ পরিদর্শক রবিউল ইসলাম।

এছাড়াও রাজু তাদের সহযোগী হিসেবে খুলনার আব্দুল হায়দারের ছেলে রিয়াজের নাম প্রকাশ করে। পুলিশ তাদের থেকে দুটি ভ্যানিটি ব্যাগ একটি জাতীয় পরিচয় পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করলেও মোবাইল গুলো এখনো উদ্ধার করতে পারেনি।

গ্রেপ্তারকৃত আসামিরা বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বয়ের কাজ করতো। ফেনী মডেল থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম জানান, রাজুর স্বীকারোক্তি অনুযায়ী দুজনকে গ্রেপ্তার করা হয়েছে অপর এক জনকে গ্রেপ্তারের চেষ্টা ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত; ১১ জুন সকালে ফুলগাজীর ইসলামপুর মজুমদার বাড়ি আব্দুর রহমান মিলনের স্ত্রী বিবি খোদেজা সিএনজিতে ফেনী আসেন। সিএনজিটি ফেনী কলেজের সামনে আসলে একদল ছিনতাইকারী তার সিএনজির গতিরোধ করে। এই সময় ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ও নগদ টাকাসহ ভ্যানেটিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় বিবি খাদিজা অজ্ঞাত নামা ছিনতাইকারীদের আসামী করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *