নতুন মন্ত্রিসভা গঠন করবেন তালেবানের সর্বোচ্চ নেতা হাবিতুল্লাহ আখুনদজাদা

নতুন মন্ত্রিসভা গঠন করবেন তালেবানের সর্বোচ্চ নেতা হাবিতুল্লাহ আখুনদজাদা

তালেবানের সর্বোচ্চ নেতা হাবিতুল্লাহ আখুনদজাদা আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারে পৌঁছেছেন। তিনি উদ্যোগ নিচ্ছেন নতুন মন্ত্রিসভা গঠন করতে।

তালেবানের উপমুখপাত্র বিলাল করিমি বলেছেন, হাবিতুল্লাহ আখুনদজাদা কান্দাহারে পৌঁছেছেন। তিনি শিগগিরই জনসমক্ষে আসবেন। খবর এএফপির।

আগে কখনও জনসমক্ষে দেখা যায়নি তালেবানের সর্বোচ্চ এই নেতাকে। তালেবানের উপমুখপাত্র সে বিষয়ে কিছুই বিস্তারিত জানাননি তিনি কোথায় ছিলেন বা কোথা থেকে কান্দাহারে পৌঁছেছেন।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এর আগে শনিবার জানান, আফগানিস্তানে নতুন মন্ত্রিসভা গঠন করা হতে পারে আগামী এক অথবা দুই সপ্তাহের মধ্যে।

মন্ত্রিসভা গঠন নিয়ে ঘোষণার পর দিনই তালেবানের সর্বোচ্চ নেতা হাবিতুল্লাহ আখুনদজাদার কান্দাহারে পৌঁছানোর খবর এলো।

এদিকে ভবিষ্যৎ সরকার নিয়ে সমঝোতায় আসতে তালেবান নেতাদের সঙ্গে সরাসরি বৈঠকে বসারও পরিকল্পনা করছেন তালেবানবিরোধী নেতারা। আঞ্চলিক নেতাদের দলের এক সদস্য এ তথ্য জানিয়েছেন।

আরও সংবাদঃ নতুন মন্ত্রিসভা গঠন করবেন তালেবানের সর্বোচ্চ নেতা হাবিতুল্লাহ আখুনদজাদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *