খেলাধুলা

ক্যারিয়ারসেরা অবস্থানে তাসকিন-হৃদয়, অবনতি লিটন-শান্তর

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টিতে ব্যাটাররা হতাশ করলেও দারুণ নৈপুণ্য দেখিয়েছেন বোলাররা। বিশেষ করে তাসকিন আহমেদ তার নিয়ন্ত্রিত লাইন-লেন্থ ও গতিতে মুগ্ধতা ছড়িয়েছেন। বোলারদের নৈপুণ্যে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। যার প্রভাব পড়েছে টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়েও। সিরিজে ব্যাটারদের ব্যর্থতায় ব্যতিক্রম তাওহীদ হৃদয়। র‍্যাঙ্কিংয়েও দিয়েছেন বড় লাফ।

জিম্বাবুয়ে সিরিজে দারুণ নৈপুণ্য দেখিয়ে টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা রেটিং অর্জন করেছেন বাংলাদেশের গতিতারকা তাসকিন আহমেদ। নতুন র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়েছেন তাসকিন। বড় লাফ দিয়েছেন মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়ও।

আজ বুধবার (৮ মে) প্রকাশিত হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি বোলারদের তালিকার ২৬ নম্বরে উঠে এসেছেন তাসকিন। টি-টোয়েন্টিতে এটাই তার সেরা র‍্যাঙ্কিং।

আরও পড়ুন : বাঘের থাবায় ধুঁকছে জিম্বাবুয়ে, ৪১ রানে নেই ৭ উইকেট

জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে মাত্র ৮.৮ গড়ে ৬ উইকেট শিকার করেছেন তাসকিন।

চলমান সিরিজে সেরা ছয় উইকেট শিকারির চারজনই বাংলাদেশি। যে তালিকায় আছেন স্পিনার শেখ মেহেদীও। তাসকিনের মতো মেহেদীও সুখবর পেয়েছেন। প্রথম দুই ম্যাচে ৩ উইকেট শিকার করায় তিনিও ছয় ধাপ এগিয়েছেন। নতুন র‍্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের টিম সাউদির সঙ্গে যৌথভাবে ২২ নম্বরে আছেন মেহেদী।

তবে বাংলাদেশি বোলারদের মধ্যে অবনতি হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও পেসার হাসান মাহমুদের। দুই ধাপ পিছিয়ে ৪৩ নম্বরে নেমে গেছেন নাসুম আহমেদ। আর হাসান পিছিয়েছেন পাঁচ ধাপ। নতুন র‍্যাঙ্কিংয়ে তিনি আছেন ৫১ নম্বরে।

উন্নতি হয়েছে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিরও। সিরিজে ভালো ফর্মে থাকা এই পেসার পাঁচ ধাপ এগিয়ে ৬৯ নম্বরে উঠে এসেছেন তিনি।

জিম্বাবুয়ে সিরিজে বাকিরা ব্যর্থ হলেও দারুণ ব্যাটিং করছেন তাওহীদ হৃদয়। এখন পর্যন্ত সিরিজে সর্বোচ্চ রানের মালিক তিনিই। দারুণ ব্যাটিংয়ের প্রভাব পড়েছে তার র‍্যাঙ্কিংয়েও। বড় লাফে প্রথমবারের মতো ব্যাটারদের তালিকায় সেরা ১০০ এর মধ্যে জায়গা করে নিয়েছেন হৃদয়।

নতুন র‍্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়েছেন তাওহীদ হৃদয়। অস্ট্রেলিয়ার বেন ম্যাকডারমটের সঙ্গে যৌথভাবে ৯০ নম্বরে আছেন তিনি। দুই ধাপ এগিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। ৮১ নম্বরে উঠে এসেছেন তিনি।

তবে বাজে সময় কাটানো লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর অবনতি হয়েছে নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে। দুজনই দুই ধাপ করে পিছিয়েছেন। লিটন নেমে গেছেন ৩১ নম্বরে। আর শান্ত নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানের সঙ্গে যৌথভাবে আছেন ৩৪ নম্বরে।

দুই ধাপ পিছিয়েছেন দীর্ঘদিন দলের বাইরে থাকা সাকিব আল হাসানও। কামিন্দু মেন্ডিসের সঙ্গে ৭২তম স্থান ভাগাভাগি করছেন তিনি। তবে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছেন সাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *