মেমন হাসপাতালের হৃত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: চসিক প্রশাসক সুজন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, ‘চসিক পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতালের একটি ঐতিহ্য ছিল। চট্টগ্রামের মা-বোনদের কাছে এটিই ছিল প্রথম পছন্দের। আমাদের পূর্বসুরি প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী নগরবাসীর স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে এ হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু এই হাসপাতালের সুনাম ও অর্জন ভুলুণ্ঠিত হয়েছে। এখন সময় এসেছে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সেবার মানসিকতায় মেমন মাতৃসদন হাসপাতালের হারানো গৌরব পুণঃরুদ্ধারের।’

বুধবার(১২আগষ্ট) দুপুরে চসিক প্রশাসকের সঙ্গে হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তাদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাবেক মহিলা কাউন্সিলর নিলু নাগ, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, মেমন হাসপাতালের ইনচার্জ ডা. আশীষ মুখার্জি প্রমুখ।

এর আগে চসিক প্রশাসক হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসক, সেবিকা, কর্মচারি ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন। তাছাড়া ইপিআই কেন্দ্র, প্রসূতি ও শিশু রোগীর বহির্বিভাগ, সাধারণ, ভিআইপি ও ডিলাক্স কেবিন ঘুরে দেখেন।

এ সময় হাসপাতালের কর্মরতরা চসিক পরিচালিত মেমন হাসপাতালের সেবার মানন্নোয়ন, কেবিন নবরূপে সাজানো এবং ওয়াশরুম আধুনিকায়নসহ বিভিন্ন প্রস্তাবনা দেন। প্রশাসক হাসপাতালের ঐতিহ্য পুনরুদ্ধার এবং সৌন্দর্যবর্ধনের ওপর গুরুত্বারোপ করে উন্নতমানের কেবিন, আলোকায়ন, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিকায়ন এবং ওয়াশরুমসহ সব কিছু সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক নির্দেশ দেন।

খোরশেদ আলম সুজন বলেন, ‘দরিদ্র ও সুবিধাবঞ্চিত নগরবাসীর চিকিৎসাসেবায় চিকিৎসকদের শতভাগ কাজ করতে হবে। একজন সংকটাপন্ন মানুষের অসহায় মুহূর্তে ডাক্তারই পারেন মুখে হাসি ফোটাতে। একজন রোগীকে নিরাময় করে পরিবার পরিজনকে স্বস্তি দেওয়ার চেয়ে মহৎ কাজ আর কিছুই হতে পারে না। এটা অনেক বড় মানবতার কাজ। চিকিৎসা পেশা একটি মহৎ পেশা। এ পেশার মাধ্যমে নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরসলভাবে কাজ করতে হবে।’

source: Cplusbd.net

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *