অন্যান্য

চট্টগ্রাম মেডিকেলে আরও ১০০ শয্যা বাড়ছে করোনা চিকিৎসায়

অবশেষে করোনা চিকিৎসা সেবার পরিসর আরও খানিকটা বাড়াতে যাচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল। এখন পর্যন্ত ১৫০টি শয্যা নিয়ে করোনাভাইরাসের চিকিৎসা দিয়ে আসা এই হাসপাতালে আরও ১০০ শয্যা বাড়ানোর কাজ চলছে। পাশাপাশি সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে ৩০০ অক্সিজেন লাইন।

জানা গেছে, হাসপাতালটির ১৯ নম্বর নাক-কান-গলা ওয়ার্ড ও ২০ নম্বর চক্ষু ওয়ার্ড— এই দুটিতে গড়ে তোলা হবে নতুন এই ১০০ শয্যা। এর মধ্যে ওয়ার্ড দুটি প্রস্তুত করার প্রক্রিয়াও শুরু হয়েছে।

২০ জুন চট্টগ্রাম প্রতিদিনে ‘করোনা রোগীর ভার নিতে চায় না চট্টগ্রামের সবচেয়ে সক্ষম হাসপাতালটিই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। আলোচিত এই রিপোর্টটি সরকারের স্বাস্থ্যসেবাসম্পর্কিত নীতিনির্ধারণী পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করলে তারা বিষয়টি নিয়ে উদ্যোগী হয়ে ওঠে। এর কয়েকদিন পর চমেক হাসপাতালে আরও ১০০ শয্যা বাড়ানোর খবর পাওয়া গেল।
একাধিক সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেলেও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য খানিকটা ভিন্ন। ওয়ার্ড দুটিকে প্রস্তুত রাখার কথা স্বীকার করে নিলেও তারা বলছেন করোনা চিকিৎসার শয্যা ১৫০ থেকে বাড়ানোর কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নেই। পরিস্থিতির প্রেক্ষিতে ওই ওয়ার্ড দুটি ব্যবহার করা হবে।

এর আগে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরে চট্টগ্রাম প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘চট্টগ্রামে ৬ হাজার করোনা রোগীর বিপরীতে সবগুলো হাসপাতালে আছে মাত্র ৫৫০ শয্যা। অথচ ঢাকায় শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই করোনার শয্যা রয়েছে ৮০০টি। ঢাকায় যেভাবে ঢাকা মেডিকেল কলেজ এগিয়ে এসেছে, একইভাবে চট্টগ্রামে দায়িত্ব নিতে হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকেই। এখন পর্যন্ত ১৫০ শয্যা নিয়ে করোনার চিকিৎসা দেওয়া দেশের অন্যতম এই শীর্ষস্থানীয় সরকারি হাসপাতালটি তার সামর্থ্যের ৫ ভাগের এক ভাগও এখনও দিচ্ছে না। অথচ অকেজো তিনটি ভবন কাজে লাগালেই সেখানে বাড়ানো যায় ৬০০ শয্যা।’

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবির চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘দেখুন আমরা ওয়ার্ড দুটি প্রস্তুত রাখছি এটা সত্য। কিন্তু শয্যা ১৫০ থেকে আপাতত বাড়ানো হবে না। কিন্তু আমাদের যেহেতু সরকারি হাসপাতাল, সেহেতু রোগী এলে তো আমরা ফিরিয়ে দিতে পারি না। তাই পরিস্থিতি বিবেচনায় আমরা বেশ কিছু জায়গায় প্রস্তুতি নিচ্ছি।’

তিনি বলেন, ‘আমাদের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট আছে। এর মধ্যে ৩০০ অক্সিজেন লাইন আমরা প্রস্তুত করেছি। এর মাধ্যমে ৩০০ রোগীকে নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন দেওয়া যাবে। করোনা রোগীর জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন।’

এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সাতটি আইসিইউ শয্যা ছাড়াও ১০টি হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা রয়েছে বলেও জানান তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবির বলেন, ‘সবাই যেভাবে আইসিইউর ওপর জোর দিচ্ছে— বিষয়টি একেবারেই সেরকম নয়। করোনা আক্রান্ত রোগীদের প্রয়োজন হচ্ছে অক্সিজেন। অবস্থার অবনতি হলে হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা দিয়ে অক্সিজেন দিতে হবে। আমাদের এখন পর্যন্ত ১০টি ন্যাসাল ক্যানোলা আছে। আরও বেশ কিছু পাবো। আশা করছি এই পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে নেওয়া যাবে।’

সূত্র: চট্রগ্রাম প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *