অন্যান্য

গুলিস্তানে ডাস্টবিনে ময়লা ফেলতে গিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু

গুলিস্তানে ডাস্টবিনে ময়লা ফেলতে গিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু। বৃহস্পতিবার (১৫জুলাই) রাত তিনটার দিকে রাজধানীর গুলিস্তানে হোটেলের দুই বালক ডাস্টবিনে ময়লা ফেলতে গিয়ে নিহত হয়েছে। জানা গেছে, ঐ দু বালক আপন ভাই। তারা ডাস্টবিনে হোটেলের ময়লা ফেলতে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় নিহত হয়। বালক দু জন হলো জাকির (৩০) শাকিল (১৫)। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

তারা দু জন বঙ্গবন্ধু এভিনিউ এলাকাতে থাকতেন। সেখানে গুলিস্তানের রাজ হোটেলে চাকরি করছিলেন দুজনে। তাদের বাবার নাম নুরুল ইসলাম।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাজী আশরাফুল হক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ৩ টার দিকে নিহত দুই ভাই হোটেলের ময়লা ডাস্টবিনে ফেলতে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এসময় টহলে থাকা পুলিশের একটি টিম ট্রাকটি জব্দ করে এবং ড্রাইভারকে আটক করে। নিহত দুজন গুলিস্তানের রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মচারী। দুর্ঘটনার পরে তাদেরকে হাসপাতালে নেয়া হলে
ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে।

পরে ময়নাতদন্তের জন্য তাদের লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *