অন্যান্য

করোনায় সলিমুল্লাহ মেডিকেলের সাবেক অধ্যাপকের মৃ ত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফিজিওলোজি বিভাগের সাবেক অধ্যাপক কে এম মুন্তাকিম চৌধুরী মারা গেছেন।

শনিবার বেলা ১১টার দিকে তিনি মারা যান বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেইফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটি-এফডিএসআর।

তবে তিনি কবে আক্রান্ত হয়ে কোথায় চিকিৎসাধীন ছিলেন তা জানা যায়নি।

এফডিএসআরের যুগ্ম-সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

“তবে তিনি কোথায় চিকিৎসাধীন ছিলেন, কবে আক্রান্ত হয়েছেন- এসব তথ্য আমরা এখনও পাইনি।”

শনিবার মাগরিবের পর আজিমপুরে মুন্তাকিম চৌধুরীকে দাফন করা হবে বলে তিনি জানান।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী।

তিনি বলেন,মুন্তাকিম ঢাকা মেডিকেল কলেজের ২৬তম ব্যাচের ছাত্র ছিলেন।

বিএমএর তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫৪ জন চিকিৎসক মারা গেছেন। আর এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছেন ৬ জন।

দেশে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর ১৬৫৮ জন চিকিৎসক আক্রান্ত হয়েছে। সূত্র:সিপ্লাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *