পাকিস্তানে ট্রেন ও বাসের সংঘ’র্ষে অন্তত ৩০ জন নি’হত হয়েছেন। এছাড়া আ’হত হয়েছেন আরও ১০০ জন।
গুরুতর আ’হত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করায় মৃ’তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে দেশটির সিন্ধু প্রদেশে এ দু’র্ঘট’না ঘটে।
কর্তৃপক্ষ জানায়, করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী একটি ট্রেন ক্রসিং অতিক্রমের সময় বাসটি রেল লাইনে উঠে গেলে এ দু’র্ঘ’টনা ঘটে। এতে বাসটি অন্তত দুইশ’ মিটার দূরে ছিটকে পরে পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। আহ’তদের মধ্যে নারী ও শিশু রয়েছে।