চট্টগ্রামে নতুন করে শনাক্ত হলেন আরও ১০৮ জন

এবার চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিনসহ তার পরিবারের ১০ সদস্যের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এদের মধ্যে তাঁর স্ত্রী, ছেলে ও নাতিসহ পরিবারের সদস্যরা রয়েছেন। এর আগে গত ৯ জুন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নগরীর লালখান বাজারের বাসা থেকে ওই পরিবারের ১৫ সদস্যের নমুনা সংগ্রহ করেন। তাদের মধ্যে ৫ জনের ফল নেগেটিভ আসলেও বাকি ১০ জনের রিপোর্ট পজেটিভ আসে। বুধবার (১০ জুন) রাত ১টায় ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।

এ সাংসদ পরিবারসহ বুধবার চট্টগ্রামে ১০৮ জনের শরীরের সংক্রমণ পাওয়া গেছে করোনারভাইরাসের। এদের মধ্যে পুলিশ সদস্যসহ তাদের পরিবারেরই সদস্য আছেন ২০ জন। বাদ নেই বরাবরের ন্যায় রয়েছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীও। রয়েছেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের সদস্যও।

এদিকে, নতুন শনাক্ত হওয়া এ ১০৮ জনসহ চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮৬ জনে। বুধবার রাত ১টায় এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের তিন ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে সর্বমোট ৩৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে চট্টগ্রামের ১০৮ জনের ফলাফল পজেটিভ আসে। এদের মধ্যে নগরীর ৬০ এবং উপজেলার ৪৮ জন রয়েছেন।

তথ্যমতে, ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে বুধবার সর্বমোট ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১৫ জনের ফলাফল পজেটিভ আসে। এদের সকলেই নগরীর বাসিন্দা। যাদের মধ্যে সাংসদ সদস্যসহ তার পরিবারের ১০ জন, বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক সদস্য, চিকিৎসক রয়েছেন।

আর চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ল্যাবে সর্বমোট ৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তারমধ্যে ৩৮ জনের ফলাফল পজেটিভ আসে। যাদের সকলেই মহানগর এলাকার বাসিন্দা। এদের মধ্যে বন্দর থানার দুই পুলিশ সদস্যসহ বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ২০ পুলিশ ও তাদের পরিবারের অন্য সদস্য রয়েছেন। আছেন শিশুসহ একই পরিবারের ৫ সদস্য এবং দুই চিকিৎসকও।

এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ১৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদেরমধ্যে ৫৫ জনের ফলাফল পজেটিভ আসে। এদের মধ্যে নগরীর ৭ জন এবং উপজেলার ৪৮ জন রয়েছেন। যাদের মধ্যে ২২ জনেই পটিয়া উপজেলার বাসিন্দা। আছেন বোয়ালখালীর ৩ জন, রাঙ্গুনিয়ার ৩ জন, রাউজানের ৫ জন, সীতাকুণ্ডের ১৫জন।

Leave a Comment