অন্যান্য

পাকিস্তানে শিক্ষকরা জিন্স-টিশার্ট, শিক্ষিকারা টাইট পোশাক পরতে পারবেন না

পাকিস্তানে শিক্ষকরা জিন্স-টিশার্ট, শিক্ষিকারা টাইট পোশাক পরতে পারবেন না

পাকিস্তান স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকাদের পোশাক সংক্রান্ত এক গুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে।

দেশটির স্কুল-কলেজের শিক্ষকরা জিন্স–টিশার্ট পরে পড়াতে পারবেন না বলে নতুন নির্দেশিকায় বলা হয়েছে।

স্কুল-কলেজে পাঠদানের সময় টাইট পোশাক পরতে পারবেন না শিক্ষিকারা। এমনকি এ ধরনের পোশাক স্কুল-কলেজের কোনো অনুষ্ঠানেও পরা যাবে না। এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এ খবর জানিয়েছে।

দেশটির শিক্ষা অধিদফতর সব স্কুল, কলেজের প্রধান শিক্ষকদের এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

নতুন নির্দেশিকায় পোশাকের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের আচরণ বিধি সংক্রান্ত বিভিন্ন নিয়ম জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে প্রত্যেক শিক্ষককে। পুরুষ শিক্ষকদের নিয়মিত চুল, দাড়ি ছাঁটতে হবে। শিক্ষক-শিক্ষিকা নির্বিশেষে সবাইকে নিয়মিত গোসল করতে হবে, নখ কাটতে হবে। স্কুল-কলেজে আসার সময় ডিওডোরেন্ট বা পারফিউম মাখতে হবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, শিক্ষকদের টিচিং গাউন পরতে হবে পড়ানোর সময়। ল্যাব কোট পরতে হবে গবেষণার সময়।

নির্দেশিকায় বলা হয়েছে, শিক্ষিকাদের সালোয়ার–কামিজ, ট্রাউজার, শার্টের সঙ্গে ওড়না বা চাদর পরতে হবে। চাইলে স্কার্ফ বা হিজাবও পরতে পারবেন শিক্ষিকারা। শিক্ষকদেরও শার্ট, ট্রাউজার নয়তো সালোয়ার–কামিজ পরতে হবে। শিক্ষক-শিক্ষিকা সবাইকেই ফর্মাল জুতো পরে আসতে হবে। স্কুল-কলেজে স্যান্ডেল পরে আসা যাবে না।

আরও সংবাদঃ পাকিস্তানে শিক্ষকরা জিন্স-টিশার্ট, শিক্ষিকারা টাইট পোশাক পরতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *