চট্টগ্রামে করোনা ভাইরাস পরীক্ষার জন্য সোমবার (৬ এপ্রিল) মোট ৮৯ জনের নমুনা সংগ্রহ করেছিল বিআইটিআইডি। এই ৮৯টি নমুনা পরীক্ষার ফলাফল মঙ্গলবার (৭ এপ্রিল) দেওয়ার কথা ছিল তাদের। তবে হঠাৎ করে টেস্টের পরিমাণ বেড়ে যাওয়ায় এর সবগুলো ফলাফল বের করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিআইটিআইডি।
এদিন রাত ১০টা পর্যন্ত ৪৮টা নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন। যার সবগুলো নেগেটিভ। বাকি ফলাফলগুলো সকাল ১২টার মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, ‘৮৯টি টেস্টের কাজ চলছিল আজ। এর মধ্যে ৪৮টির ফলাফল আমরা পেয়েছি। সবগুলো নেগেটিভ। বাকি ৪১টা সকালে জানবো।’
সোমবার সংগ্রহ করা এই ৮৯টি নমুনার মধ্যে চট্টগ্রাম মহানগরের রোগী আছেন ৩০ জন। বাকি ৫৯টি নমুনা বিভিন্ন উপজেলাগুলো থেকে সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন বিআইটিআইডি ল্যাব প্রধান ডা. শাকিল আহমেদ।
তিনি বলেন, ‘আমাদের যে লোকবল এই লোকবল দিয়ে দিনে সর্বোচ্চ ৪০টা পরীক্ষা করানো যাবে বলে জানিয়েছিলাম আমরা। তবু আরও বেশি হয়তো করা যাবে। কিন্তু গত দুই দিনে হঠাৎ করে টেস্টের পরিমাণ বেড়ে যাওয়ায় আমরা আজ সবগুলো টেস্ট করতে পারিনি।’
‘৪৮টা টেস্টের রেজাল্ট এর মধ্যে চূড়ান্ত করেছি আমরা। বাকি টেস্টগুলোর সব ধাপ সম্পন্ন করেছি। একটি ধাপ বাকি আছে। যেটি সকালে সম্পন্ন করলে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে। ১২টার আগে ফলাফলগুলো পেয়ে যাবো আমরা।’
এক্ষেত্রে টেস্টের ফলাফল ঘোষণায় কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।‘সাধারণত প্রতিদিন যে ফলাফল সিভিল সার্জন কার্যালয়ে দেয়া হয় পরদিন সেটা আইইডিসিআর থেকে ঘোষণা করা হয়। যেহেতু আজ সিভিল সার্জনের কার্যালয়ে এখনো সব ফলাফল দেওয়া যায়নি সেগুলো সব দুপুরের আগেই দেওয়া যাবে। আর আইইডিসিআর এর নিয়মিত সংবাদ সম্মেলনও হয় দুপুরের পর। সুতরাং এটি ফলাফল ঘোষণায় কোন প্রভাব ফেলবে না।’ নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বিষয়টি ব্যাখ্যা করেন বিআইটিআইডির একজন কর্মকর্তা।