খেলাধুলা

বাংলাদেশি অভিক আনোয়ার ‘গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্বে

দুবাই অটোড্রোম গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপে সফল বাংলাদেশের কার রেসার অভিক আনোয়ার। ২০২৩-২৪ মৌসুমের খেলায় ২টি জয় পেয়েছেন তিনি। পাঁজরের ফ্র্যাকচার নিয়ে জেতা চাট্টিখানি কথা নয়। অভিক আনোয়ার সেই অসাধ্য সাধন করে দেখিয়েছেন।

আরো পড়ুনঃ অবশেষ জিম্বাবুয়ের পর আফগানদেরকেও ‘না’ বলে দিল বাংলাদেশ

শনিবার (৩০ মার্চ) ২টি জয় পান অভিক। ইফতারের পর আলোর নিচে পরিচালিত ২টি বিশ মিনিটের প্রতিযোগিতায় লড়েন তিনি।

এবারের আসরে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, ভারত এবং রাশিয়াসহ বিভিন্ন দেশের রেসাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতা করেছেন অভিক। ইনজুরি নিয়েও তার জয় অতুলনীয় দক্ষতার পরিচয়ই দেয়। অনেকে মনে করেন, চ্যালেঞ্জিং পরিস্থিতি এবং তীব্র প্রতিযোগিতার মধ্যে পাওয়া অভিকের বিজয়গুলো বাংলাদেশ এবং এর বাইরেও মোটরস্পোর্টপ্রেমীদের জন্য প্রেরণার উৎস।

অভিক আনোয়ারের ঐতিহাসিক অর্জনগুলো কেবল প্রথম বাংলাদেশি মোটরস্পোর্ট বিজয়ী হিসেবে তার মর্যাদাই বাড়িয়ে তোলেনি, বরং তাকে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক রেসিং চ্যাম্পিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *