খেলাধুলা

টি-টোয়েন্টিতে আর কখনো কিপিং করবেন না মুশফিক

টি-টোয়েন্টিতে আর কখনো কিপিং করবেন না মুশফিক

মুশফিকুর রহিম আর কখনও কিপিং করতে চান না টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে। বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এমনটি জানিয়েছেন।

টেস্ট ক্রিকেট থেকে আগেই কিপিং ছেড়েছেন মুশফিক।
জাতীয় দলের সাবেক এ অধিনায়ক এবার টি-টোয়েন্টি ক্রিকেট থেকে কিপিং ছাড়লেন। হয়তো আরো কিছুদিন ওয়ানডে ক্রিকেটে কিপিং উপভোগ করতে চান তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই জাতীয় দলের প্রধান কোচ জানিয়েছেন,
নুরুল হাসান সোহান প্রথম দুই ম্যাচে কিপিং করবেন এবং পরের দুই ম্যাচে কিপিং করবেন মুশফিক।

রোববার কিউইদের বিপক্ষে কোচের সেই কথা অনুযায়ী সিরিজের তৃতীয় ম্যাচে কিপার হিসেবে মুশফিককেই দেখার অপেক্ষায় ছিলেন সবাই।

কিন্তু বিকেল সাড়ে ৩টায় টসের সময় জানা যায়, এ ম্যাচেও উইকেটকিপিং করবেন সোহান। খেলা শেষে কোচ জানিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর কিপিং করতে চান না মুশফিক।

রাসেল ডমিঙ্গো বলেছেন, উইকেটকিপার বদলানো হয়েছে মুশফিকের সঙ্গে কথা বলার পর। আজ তারই কিপিং করার কথা ছিল। তবে মুশফিক আমাকে জানিয়েছে, সে টি-টোয়েন্টি ফরম্যাটে আর কিপিং করতে চায় না।

কোচ আরও বলেন, আমাদের এখন মনোযোগ দিতে হবে সোহানের দিকে এবং তাকে নিজের কাজটা করতে হবে বিশ্বকাপের আগে।

টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে ৩২টি ক্যাচ ও ২৯টি স্ট্যাম্পিং করেছেন মুশফিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *