খেলাধুলা

সাকিব বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার: ভিলিয়ার্স

২০১৯ বিশ্বকাপে নিজেকে নতুন করে চিনিয়েছেন সাকিব আল হাসান। এই বিশ্ব আসরে ৬০৬ রানের সঙ্গে ১১ উইকেট নেন বাংলাদেশের এই অলরাউন্ডার। পুরো আসর জুড়েই তিন নম্বরে খেলে রানের বন্যা বইয়ে দিয়েছেন তিনি।

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০-এর বেশি রান এবং ১০ বা তার বেশি উইকেট নিয়েছেন। মূলত প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্সের পরামর্শেই তিন নম্বরে ব্যাট করেছিলেন সাকিব। ‘ক্রিকফ্রেঞ্জির’ লাইভ আড্ডায় এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ভিলিয়ার্স। তার চোখে সাকিব বাংলাদেশ এবং বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার।

এ প্রসঙ্গে ভিলিয়ার্স বলেন, ‘আমি সবসময়ই সাকিবকে বাংলাদেশ এবং বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে গণ্য করি অবশ্যই। বিশেষ করে ব্যাটসম্যান হিসেবে। অনেক ক্রিকেটারের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে যাদের মধ্যে অলরাউন্ডার হওয়ার সম্ভাবনা রয়েছে। আর অলরাউন্ডাররা শুধু ব্যাটিংয়ে করে না। তাঁরা সব ক্ষেত্রেই ভালো করে। তাঁরা ৬ কিংবা ৭ নম্বরে ব্যাটিং করতে পারে আবার ৫,৬, ৭ নম্বরেও করতে পারে। একই সঙ্গে বোলিংও করতে পারে। এটাই হলো একজন অলরাউন্ডার।’

বিশ্বের সেরা ব্যাটসম্যান হতে হলে অবশ্যই চার নম্বরের মধ্যে ব্যাট করতে হবে বলে মনে করেন ভিলিয়ার্স। এই জায়গায় অনেক চাপের মধ্যে দায়িত্ব নিয়ে ব্যাট করতে হয়। এই চাপ নেয়ার ক্ষমতা থাকলেই বিশ্বসেরা ব্যাটসম্যান হওয়া যাবে বলে বিশ্বাস ভিলিয়ার্সের। সাকিবের সঙ্গে নিজের অনেক মিল খুঁজে পান এই প্রোটিয়া তারকা।

ভিলিয়ার্স বলেছেন, ‘আমিও অনেকটা এমনই ছিলাম। কারণ আমি উইকেটরক্ষকের ভূমিকা পালন করতাম, আবার ব্যাটিংয়ে নামতাম। তবে সাকিব একজন অলরাউন্ডার ব্যাটসম্যানের চেয়েও ভালো কিছু। এটাই মূলত আমি তাঁকে বলেছিলাম। আমি মনে করি বিশ্বের সেরা ব্যাটসম্যানরা টপ ফোরে খেলে থাকে। আর আপনি যদি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হতে চান তাহলে আপনাকে এর মধ্যে খেলতে হবে এবং চাপ মাথায় নিয়ে ব্যাটিং করতে হবে। তাহলে পরবর্তী লেভেলে আপনার ব্যাটিং নিয়ে যেতে পারবেন।’

বিশ্বকাপে সাকিবকে তিন নম্বরে দেখে মোটেই অবাক হননি ভিলিয়ার্স। এই বিশ্ব আসরে সাকিবের স্কিল দেখে খুশি হয়েছেন তিনি। সাকিব তিন নম্বরের বিশেষজ্ঞ ব্যাটসম্যান না হয়েও যেভাবে খেলেছেন তার প্রশংসা করেছেন ভিলিয়ার্স।

তার ভাষ্য, ‘আমি মোটেই অবাক হইনি সাকিবকে তিন নম্বরে সেরা খেলাটা খেলতে দেখে। সে চাপের মুখে খেলেছে, তাঁর স্কিল রয়েছে এবং আমি অনেক খুশি হয়েছি যে সে এই সুযোগটি পেয়েছে। আপনি অবশ্য টেস্ট ফরম্যাটে দেখবেন যে সে কত কম রান দিল কিংবা কত ওভার করলো, তিন নম্বরে ব্যাটিং করতে পারবে কিনা, ৪০ ওভার বোলিং করতে পারবে কিনা। তবে এগুলো অন্য বিষয়। সে যেভাবে অস্বাচ্ছন্দ্যের জায়গায় খেলেছে এবং ভালো করেছে সেটা আমার কাছে দারুণ লেগেছে।’

Selahaddin
HACKED BY ZYN3V4N / AYYILDIZ TİM TÜRKLERLE DOST OL DÜŞMAN OLMA!
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *