অন্যান্য

পদ্মা সেতুর পিলারের সাথে ফেরির ধাক্কা, আহত ২০

নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর পিলারের সাথে ফেরির সংঘর্ষ, আহত ২০। হঠাৎ করে ফেরির ইলেকট্রনিক সিস্টেম ফেল করায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর পিলারের সাথে ফেরির সংঘর্ষ হয়, এতে অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। রো রো শাহ জালাল নামে ফেরীটি শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে এই সংঘর্ষ ঘটায়।

সুত্রে জানা যায়, শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে রো রো শাহ জালালে ফেরিটি বাংলাবাজার ঘাট হতে শিমুলিয়া ঘাটে আসছিলো। ফেরির ইলেকট্রনিক সিস্টেম ফেল করায় ফেরীটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে ২০ জন যাত্রী আহত হয়।

দুর্ঘটনার পরে ফেরীটি শিমুলিয়াঘাটে এসে নোঙর করে।এ সময় চালক ফেরিটি নিয়ন্ত্রণে নিয়ে আসায় বড় কোনো বিপদ হয়নি। চালক আব্দুল রহমান সাংবাদিকদের বলেন, ‘ফেরির ইলেকট্রনিক সিস্টেম ফেল করায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এসময় নদীতে ও তীব্র স্রোত থাকায় ফেরিটি পিলারের গিয়ে ধাক্কা লাগে।’

এ ব্যাপারে শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক( বানিজ্য) বিআইডব্লিউটিসি কর্মকর্তা ফয়সাল আহম্মেদ বলেন, দুর্ঘটনায় ফেরিটির তেমন কোন ক্ষতি হয়নি। ফেরি শাহজালাল পদ্মা সেতুর ১৭ নং পিলারে ধাক্কা লাগে। এতে কাউকে সিরিয়াস আহত হতে দেখিনি, সবাইতো যার যার মতো চলে গেলো।একজন পায়ে ব্যাথা পেয়ে খুড়িয়ে হাটছে দেখলাম। সে আরো জানায়, এখোন এই রুটে ১২ টি ফেরি চলছ।

অন্য একটি সুত্রে জানা যায়, এ ঘটনায় ফেরির ইনচার্জ ইনল‍্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে বিআইডব্লিউটিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *