ঈদ পরবর্তী কঠোর লকডাউনেও যেসব শিল্প-কারখানা খোলা থাকবে

ঈদ পরবর্তী কঠোর লকডাউনেও যেসব শিল্প-কারখানা খোলা থাকবে। সারাদেশে করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত ১ জুলাই থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন আরোপ করে সরকার। পরে সময়সীমা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়। এর আগে গত ১৪ জুলাই মধ্যরাত থেকে চলমান কঠোর লকডাউন শিথিল করা হলেও ২৩ জুলাই থেকে আবার লকডাউন শুরু হবে বলে ঘোষণা দেয় সরকার।

পূর্বঘোষণা অনুযায়ী শুক্রবার থেকেই দেশজুড়ে দুই সপ্তাহের কঠোর লকডাউন শুরু হয়েছে। লকডাউন শিথিলের মেয়াদ পিছিয়ে ২৭ জুলাই করার যে গুঞ্জন ছড়িয়েছে তার কোনো ভিত্তি নেই বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এবারের লকডাউন ঈদের আগের লকডাউন থেকে ও কঠোর হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

কঠোর লকডাউনেও ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট পর্যন্ত নির্দিষ্ট কিছু শিল্প-কারখানা খোলা রাখার ঘোষণা দিয়েছে সরকার। ১৪ দিনের কিঠোর বিধিনিষেধ চলাকালে খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ মিল কারখানা খোলা থাকবে। কঠোর বিধিনিষেধের আওতামুক্ত থাকবে যেসব খাত:

১) কোরবানির পশুর চামড়া পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ শিল্প কারখানা খোলা থাকবে।

২) খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ শিল্পকারখানা খোলা থাকবে।

৩) ওষুধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প কারখানা খোলা থাকবে।

Leave a Comment