অন্যান্য

সোনার দাম বাড়ার কারণ

বেড়েই চলছে সোনার দাম। সোমবার (২৭ জুলাই) তাৎক্ষণিক লেনদেনে দাম বাড়তে থাকে। রেকর্ড দামের চেয়ে মাত্র ৩ ডলার পিছিয়ে আছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার উত্তেজনা, করোনার দ্বিতীয় দফা ঢেউ ও ডলারের দাম কমে যাওয়ায় মানুষ স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ বলে মনে করছেন। ফলে, চাহিদা ব্যাপক বেড়েছে স্বর্ণের।

প্রতি আউন্স সোনার দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৯শ ১৬ দশমিক ৯১ ডলারে পৌঁছেছে। এর আগে ২০১১ সালের সেপ্টেম্বরে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৯২০ ডলারে উঠেছিল। এখন সেই দাম থেকে মাত্র ৩ দশমিক ৩৯ ডলার পিছিয়ে আছে।

বাজার বিশ্লেষণের পূর্বাভাস অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে আরো বাড়বে সোনার দাম। প্রতি আউন্স সোনার দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে হবে ১ হাজার ৯১৩ দশমিক ৫০ ডলার। আন্তর্জাতিক বাজারে সোনার দাম নির্ধারণ হয় আউন্স হিসাবে। এক আউন্স সোনা ২৮ দশমিক ৩৫ গ্রামের সমান।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া প্রণোদনা ব্যবস্থায় সোনা রাখা লাভজনক হবে বলে মনে করা হচ্ছে। সোমবার ডলারের দাম অন্য মুদ্রার বিপরীতে প্রায় শূন্য দশমিক ১ শতাংশ কমেছে। বেড়েছে রুপার দামও। প্রতি আউন্সে ১ দশমিক ৩ শতাংশ দাম বেড়েছে। প্রতি আউন্সের দাম ২৩ দশমিক শূন্য ৪ ডলার।

দাম বেড়েছে প্লাটিনামেরও। প্রতি আউন্সের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে হয়েছে ৯২২ দশমিক ৫০ ডলার। সূত্র : সময় নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *