অন্যান্য

চট্টগ্রামের ব্যবসায়ীরা বস্তা খোলার পর দেখেন প্রতি বস্তায় ১-২ কেজি পাথর!

ডলারে কেনা পেঁয়াজের বদলে আসছে পাথর। মিশর ও তুরস্কসহ বিশ্বের নানা দেশ থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জের আমদানিকারকরা আনেন কোটি কোটি টাকার পেঁয়াজ। পরে পেঁয়াজের বস্তা খুলে মিলছে পাথরও।

চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজার থেকে নগরীর কাজীর দেউড়ির বাজারের খুচরা ব্যবসায়ী আনেন পেঁয়াজ। বস্তা খোলার পর দেখেন প্রতি বস্তায় ১ থেকে ২ কেজি পাথর। এমন অভিনব প্রতারণা দেখে হতবাক ব্যবসায়ীরা।

প্রতারণার রহস্য উদঘাটনে কাজীর দেউড়ির ব্যবসায়ীদের ক্রয় রশিদ সূত্র ধরে যাওয়া হয় চট্টগ্রামের খাতুনগঞ্জে। আড়ৎদার মোহছেন আউলিয়া, রাজধানী, বরকত ভান্ডার ও মেসার্স সৌমিক ট্রেডার্স বেশ কিছু আড়তেও পাওয়া যায় পাথর। ব্যবসায়ীরা বলছেন, রপ্তানিকারক দেশ তুরস্ক থেকেই বস্তাবন্দি হয়ে আসছে পাথর।

এদিকে, নানা দেশ থেকে আনা পেঁয়াজে ঝরছে পানি। এতে নষ্ট হয়ে যাচ্ছে শত শত বস্তা পেঁয়াজ।

ভারত রপ্তানি বন্ধের পর মিশর, তুরস্কসহ বিশ্বের ১১টি দেশ থেকে পেঁয়াজ আনার অনুমতিপত্র খোলেন চট্টগ্রামের আমদানিকারকরা।
source: cplusbd.net

Selahaddin
HACKED BY ZYN3V4N / AYYILDIZ TİM TÜRKLERLE DOST OL DÜŞMAN OLMA!
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *