অন্যান্য

অতিরিক্ত দামে আদা বিক্রি, পাইকারি ব্যবসায়ীকে জরিমানা

খাতুনগঞ্জের পাইকারি বিক্রেতা চট্টগ্রাম বাণিজ্যালয়কে অতিরিক্ত দামে আদা বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কোনো ধরনের কারণ ছাড়াই হঠাৎ করে আদার দাম বৃদ্ধির কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটি করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। তিনি আজ সোমবার দুপুর ১ ঘটিকা থেকে বিকাল ৩.৩০ ঘটিকা পর্যন্ত নগরীর খাতুনগঞ্জে পামওয়েল ও আদার মূল্যবৃদ্ধি রোধে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় সোনামিয়া মার্কেট ও বাদশা মার্কেটের পাইকারি দোকানসমূহে অভিযান চালানো হয়। দেখা যায়, পামওয়েলের দাম ২৬৮০ করে বিক্রি হচ্ছে যার ডিও ( ডেলিভারী অর্ডার) ২৬২৫ টাকা। কিন্তু এই মূল্যবৃদ্ধির অভিযোগের স্ব পক্ষে কোনো কাগজপত্রাদি দেখাতে পারে নি ব্যবসায়ীরা। মূলত আমদানীকারকের কাছ থেকে আনা ফার্স্ট এজেন্টারাই এই ডিও নিয়ন্ত্রণ করছে বলে জানান ব্যবসায়ীরা। পাম ওয়েলের মূল্য অধিক দামে রাখা ও মূল্য তালিকা না থাকায় মেসার্স মালেক ব্রাদার্স নামক তেলের ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয় এবং উভয় মার্কেটের ব্যবসায়ীদেরকে পাম ওয়েলের দাম ক্রেতাদের ক্রয়সীমার মধ্যে রাখতে নির্দেশনা দেওয়া হয় এবং কৃত্রিম সংকট তৈরি না করার বিষয়ে সতর্ক করা হয়। অপরদিকে আদার দাম বৃদ্ধির সত্যতা পায় মোবাইল কোর্ট। এছাড়াও স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা করায় মেসার্স হাজী এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা ও কে এইচ ট্রেডার্সকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *