অন্যান্য

সুস্থ হয়ে পুনরায় করোনা মোকাবেলায় কাজ করতে চান চট্টগ্রামের পুলিশ সদস্যরা

এরমধ্যেই ৩ সহকর্মী করোনাভাইরাসের কাছে হার মেনে পরপারে পাড়ি জমিয়েছেন। নিজেদের শরীরেও ঢুকে পড়েছে প্রাণঘাতি এ পরজীবী ভাইরাস। তবুও এতটুকু দমে যাননি তারা। সুস্থ হয়ে আবারও করোনার বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়তে চান তারা।

তারা আর কেউ নন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের করোনা আক্রান্ত ৪৮ পুলিশ সদস্য। করোনা মোকাবেলায় দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে।

রোববার (২৪ মে) দুপুরে সিএমপি কমিশনারের পক্ষ থেকে করোনা আক্রান্ত এমন ৪৮ পুলিশ সদস্যের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার গ্রহণ শেষে তারা এ প্রত্যয় ব্যক্ত করেন।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে আজ করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য আজ ঈদ উপহার দেওয়া হয়। জেনারেল হাসপাতালে ২১ জনসহ মোট ৪৮ জনকে এই উপহার দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, তারা প্রাণঘাতি করোনায় আক্রান্ত হলেও তাদের মনোবল শক্ত রয়েছে। সুস্থ হয়ে আবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *