অন্যান্য

চরম ঝুঁকি নিয়ে চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার চেষ্টা, সিটি গেট থেকে ৫ মাইক্রোবাস আটক

চট্টগ্রামে অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে করোনাভাইরাস সংক্রমিত মানুষের সংখ্যা। করোনা বিস্তারের চরম ঝুঁকি সামলাতে গণপরিবহনকে সীমিত রাখা হয়েছে। ঈদকে কেন্দ্র করে সড়কে আরোপ হয়েছে প্রশাসনের কড়াকড়ি। অথচ চরম ঝুঁকি মাথায় নিয়েও কৌশল করে বাড়ি ফিরতে চাইছে অসচেতন লোকজন।

নগরীর সিটি গেট এলাকা থেকে যাত্রী পরিবহনের দায়ে ৫ মাইক্রোবাস আটক করেছে জেলা প্রশাসন। ব্যক্তিগত পরিবহনের চলাচলের অনুমতির সুযোগ কাজে লাগিয়ে গণপরিবহনের মত যাত্রী পরিবহন করছেন এসব যানবাহন।

রোববার (২৪ মে) বিকেল ৫ টায় নগরীর প্রবেশপথ সিটি গেট এলাকায় জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) যৌথ অভিযানে যাত্রী পরিবহনের দায়ে ৫ মাইক্রোবাস আটক করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

তিনি বলেন, আজ রাত পোহালে কাল ঈদ। কিন্তু এবারের ঈদ অন্যরকম। প্রিয়জনের সাথে ঈদ করতে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরে নিজের আপনজনদেরও বিপদে ফেলবে তারা।

তিনি আরও বলেন, এ সুযোগে পরিবহনগুলো চড়া ভাড়ায় যাত্রী বহন করছে। সিটি গেট এলাকা থেকে ৫টি মাইক্রোবাস আটক করা হয়েছে। আটককৃত মাইক্রোবাসের যাত্রীরা ব্রাক্ষ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলায় ফিরছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *