ফেনী

ফেনী জেনারেল হাসপাতালের রোগীরা পাবেন হাইফ্লো অক্সিজেন সুবিধা

ফেনী জেনারেল হাসপাতালের রোগীরা পাবেন হাইফ্লো অক্সিজেন সুবিধা

করোনাকালে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের কাজ প্রায় শেষ। কাজ শেষ হলেই স্বাস্থ্যসেবায় নতুন দ্বার উন্মোচিত হবে। একসঙ্গে ২৫০ বেডে ফেনীসহ আশপাশের জেলার রোগীরা পাবেন হাইফ্লো অক্সিজেন সুবিধা।

ফেনীর স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত মে মাসের তুলনায় জুন মাসে জেলায় করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। ১ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ১৫ দিনে ফেনীর  এক হাজার ৩০৮টি নমুনা পরীক্ষায় ১৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার প্রায় ১৪ দশমিক ৫২ শতাংশ। মে মাসের তুলনায় জুন মাসে শনাক্তের হার ৪ সাত চার শতাংশ বেশি।

ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সূত্র জানায়, গত বছরের মাঝামাঝি সময় করোনা রোগীদের চিকিৎসায় সরকারি বেসরকারি অনুদানে ছোট বড় ৪০০ সিলিন্ডার দিয়ে ৪০ শয্যায় সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস চালু করা হয়।

এর মধ্যে অর্ধেক সিলিন্ডারই ব্যবহার হয় রিফিলের সাপোর্ট হিসেবে। পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের অভাবে করোনায় সংকটাপন্ন রোগীর জন্য ১০ শয্যার আইসিইউতে দুটি ভেন্টিলেটর ও হাই ফ্লো নজেল ক্যানুলা থাকা সত্ত্বেও রোগীরা সেবা পাচ্ছেন না।

গত ১৭ এপ্রিল ইউনিসেফের অর্থায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৬ হাজার লিটার লিকুইড অক্সিজেন ট্যাংক স্থাপনের কাজ শুরু করে। ইতোমধ্যে অক্সিজেন সঞ্চালনার জন্য চীন থেকে আসা একটি এয়ার ভ্যাকুয়াম পাম্প স্থাপনের কাজ শেষ হলে পুরোপুরিভাবে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু হবে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজীর দাবি, আগামি মাসে পুরোপুরি সিস্টেম চালু হবে।

জেলায় মোট শনাক্তকৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৪৬ জনে। আর এ পর্যন্ত মোট ৬৭ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *