অন্যান্য

সীতাকুণ্ডে মসজিদ নির্মাণ নিয়ে দ্বন্ধ: দু‘পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

সীতাকুণ্ডে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার দুপুরে উপজেলার ভাটিয়ারী বিএম গেইট সীমা ষ্টিল রি-রোলিং মিলস মালিকের সংলগ্ন এলাকায় এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

জানাযায়,উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের বি.এম গেইট সীমা ষ্টিল রি-রোলিং মিলসের মালিক মোহাম্মদ শফির বাড়ি সংলগ্ন তিনশত বছরের পুরানো নাছির মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধন্ধ চলে আসছিল নাসিম উদ্দিন, মোস্তাকিম ও বাবুল গংয়ের সাথে জহির, মাসুদ মেম্বার ও নওশাদ গংয়ের।

গত মাসে এক পক্ষ মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করতে গেলে অপর পক্ষ বাঁধা দেয়। পরে বিষয়টি মামলায় জড়ায়।

এরই ধারাবাহিকতায় সরেজমিনে পরিমাপ করতে রবিবার সকালে ঘটনাস্থলে যান উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.রাশেদুল ইসলাম। তিনি উভয় পক্ষের কথা শুনেন এবং সরকারি সার্ভেয়ার দিয়ে জায়গার পরিমাপ করার চেষ্টা করতে গেলে হালকা মতবিরোধের সূত্রপাত হয়।

সহকারি কমিশনার (ভূমি) ঘটনাস্থল ত্যাগ করার সাথে সাথে এক পক্ষের নাছির মোহাম্মদ চৌধুরী বাড়ি সমাজের সর্দার মোহাম্মদ মোস্তাকিমকে অপর পক্ষের মহিউদ্দিন ধাক্কা দিলে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এরপর এক পক্ষ আরেক পক্ষকে লাঠি সোঠা নিয়ে ধাওয়া- পাল্টা- ধাওয়ার ঘটনা ঘটায়।

পরে স্থানীয় মুরুব্বিদের হস্তক্ষেপে উভয় পক্ষ যার যার অবস্থান থেকে সরে দাঁড়ান।

মসজিদ নির্মাণ বিষয়ে জানতে চাইলে কয়েকজন স্থানীয় বলেন,“মসজিদ নিমার্ণ নিয়ে দুই পক্ষের যেই জটিলতা শুরু হয়েছে। এটা খুবই দুঃখজনক। এভাবে চলতে থাকলে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.রাশেদুল ইসলাম বলেন,“দীর্ঘদিন ধরে মসজিদ নিমার্ণকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনা বিরাজ করছিল। আমি সরেজমিনে জায়গা নিধার্রণ করতে ঘটনাস্থলে গিয়াছি। উভয়ের সাথে কথা বলা শেষে সার্ভেয়ার পরিমাপে গেলে মতবিরোধ সৃষ্টি হলে আমি ঘটনাস্থল ত্যাগ করি। পরে স্থানীয়দের কাছ থেকে শুনেছি উভয়ে সংঘর্ষে লিপ্ত হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *