সাঁতরে ৩ ঘন্টায় ১৬ কিমি পাড়ি দিলেন ফেনীর মনির

এবারে চাঁদপুরের মিনি কক্সবাজার থেকে বড় স্টেশন খ্যাত তিন নদীর মোহনা পর্যন্ত ১৬ কিলোমিটার দূরত্বের নদীপথ পাড়ি দিয়েছেন চারজন সাঁতারু। এতে ৩ ঘন্টায় এই নদীপথ পাড়ি দিয়েছেন প্রথম শ্রেণীর সাঁতারু ফেনীর মনির হায়দার মনির। এতে আরও অংশ নিয়েছেন হবিগঞ্জের এরশাদ মোর্শেদ খান, চাঁদপুরের মাহমুদুল হাসান মাসুম ও রায়পুরের মুরাদ হোসেন।

শনিবার (১৩ এপ্রিল) সকাল ১০ টায় চাঁদপুরের পদ্মা-মেঘনায় অবস্থিত মিনি কক্সবাজার নামক চর থেকে এই সাঁতার শুরু করেন তারা।

আরও পড়ুনঃ ফেনীতে তিন হাসপাতালকে অনিয়ম সংশোধনের নির্দেশনা

সাঁতারু মনির হায়দার বলেন, প্রথমে আমরা চাঁদপুর বড় স্টেশন থেকে ট্রলার ভাড়া করে পদ্মা মেঘনার মধ্যে অবস্থিত মিনি কক্সবাজার নামক চরে চলে যাই। সেখান থেকে আমরা সাঁতার শুরু করি এবং বড় স্টেশন খ্যাত পদ্মা, মেঘনা, ডাকাতিয়া এই তিন নদির মিলন স্থলের মোহনায় সাঁতার শেষ করি। আমরা ১৬ কিলোমিটার নদীপথ সাঁতরে অতিক্রম করেছি।

ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার দেয়ার ইচ্ছে প্রকাশ করে মনির আরও বলেন, এই সাঁতারুরা সবাই বাংলা চ্যানেল ফিনিশার। আমি আর এরশাদ পদ্মা ক্রস করেছি দুই বার এবং পদ্মায় ৩৫ কিলোমিটার সাঁতার দিয়ে পাড়ি দিয়েছি। খেলাধুলাতে পৃষ্ঠপোষকতা করে এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি আমাদের সাথে পৃষ্ঠপোষকতা করে, তাহলে আমি ভবিষ্যতে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে চাই।

Leave a Comment