অন্যান্য

চট্টগ্রামে বেশি দামে ফ্যান বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে বেশি দামে ফ্যান বিক্রি করায় তিনটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া মেয়াদোত্তীর্ণ কেক সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টিজাত খাবার প্রক্রিয়াজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে রাইফেল ক্লাব এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিসুল ইসলাম।

আরও পড়ুনঃ তীব্র গরমে নবীজি যে দোয়া পড়তেন

তিনি জানান, লোডশেডিং পরিস্থিতির অবনতির কারণে বিকল্প ব্যবস্থায় ঝুঁকছেন চট্টগ্রামের মানুষ। একটু স্বস্তির আশায় অনেকেই চার্জার ফ্যান, চার্জার বাতি ও আইপিএস কিনছেন। এসব পণ্যের যেন দাম বৃদ্ধি করতে না পরে সেই জন্য আজ রাইফেল ক্লাব এলাকায় অভিযান চালানো হয়। এসময় রিচার্জঅ্যাবল ফ্যান ক্রয়-বিক্রয়ের ভাউচারে দামে অসামঞ্জস্য ও বেশি দামে ফ্যান বিক্রির দায়ে মেসার্স শাহ জালাল ইলেকট্রনিক্স ২০ হাজার টাকা, এস এইচ ইলেকট্রনিক্স ৫ হাজার টাকা, লুক ইলেকট্রিক ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *