অন্যান্য

“লকডাউনে অভাব অনটন”, ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে মেরে ফেলল স্বামী!

চট্টগ্রামের বহদ্দারহাটে পারিবারিক কল’ হের জের ধরে মর্জিনা নামে এক গৃহবধূকে শ্বাসরো’ ধে হ’ ত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে ওই নারীর স্বামী রফিককে আ’ টক করেছে পুলিশ। এর আগে বুধবার (৭ জুলাই) রাতে এ হ’ ত্যাকা’ ণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, নগরীর চান্দগাঁও এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন নিহত মর্জিনা। একটি জুতা তৈরির কারখানায় কাজ করতেন তিনি। স্বামী রফিক সিএনজি অটোরিকশা চালক। লকডাউনে সিএনজি অটোরিকশা বন্ধ থাকায় রফিক বেশিরভাগ সময় ঘরেই থাকত। অর্থাভাবসহ নানা কারণে পারিবারিক ক’ লহ লেগেই থাকত তাদের সংসারে।

গতকাল রাতে ঘুমানোর সময় স্বামী ও স্ত্রীর মধ্যে ঝ’ গড়া বাধে। ঝগ’ ড়ার এক পর্যায়ে মর্জিনাকে গলাটি’ পে হ’ ত্যা করা হয়।

পাঁচলাইশ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে এ ঘটনায় খবর পেয়ে লা’ শটি উ’ দ্ধার করে ময়না’ তদ’ ন্তের জন্য পাঠিয়েছে এবং নি’ হতের স্বামীকে আ’ টক করেছে পুলিশ।

এদিকে, গলাটিপে স্ত্রী’ কে হ’ ত্যা করার কথা স্বীকার করেছে রফিক। বুধবার রাতে ঘুমানোর সময় তাদের মধ্যে ঝগ’ড়ার সময় এ ঘটনা ঘটে। মর্জিনাকে ঝগড়ার এক পর্যায়ে ঘু’ ষি মারে রফিক। পরে গলাটিপে ধরলে মর্জিনার শরীর নিস্তেজ হয়ে পড়ে। মর্জিনা মারা গেছে নিশ্চিত হয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে নি’ হতের স্বামী।

পরে অটোরিকশা গ্যারেজের দারোয়ান হিসেবে কর্মরত ছেলে মহসিনের কাছে যায় বাবা রফিক। নি’ হত মর্জিনা দুর্ঘ’ টনায় মারা গেছে বলে সন্তানকে জানান তিনি।

এ সময় এলাকার কিছু মানুষকে সঙ্গে নিয়ে ছেলেসহ ঘরে গিয়ে দুর্ঘ’ টনায় স্ত্রী মারা গেছে বলে নাটক সাজানোর চেষ্টা করা হয়। এ সময় মর্জিনার গলায় আ’ ঘাতের চিহ্ন দেখতে পায় পুলিশ। এক পর্যায়ে পুলিশের জিজ্ঞাসাবাদে হ’ ত্যাকা’ ণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বামী রফিক।

পরে পুলিশ স্বামী রফিককে আট’ ক করে থানায় নিয়ে আসে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন নি’ হত মর্জিনার সন্তান মো. মহসিন। সুত্রঃ সময়নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *