বিনোদন

রাসুলকে কটুক্তিঃ তিন খানের চুপ থাকা নিয়ে প্রশ্ন নাসিরুদ্দিন শাহের

অভিনেতা নাসিরুদ্দিন শাহ স্পষ্ট মতামত দেওয়ার জন্য বলিউডে বেশ পরিচিত। কখনো রাজনৈতিক বিষয়ে মন্তব্য করতেও দ্বিধা করেন না তিনি। এবার তিনি কথা বলেছেন মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে বিজেপির নেত্রী নূপুর শর্মার মন্তব্য নিয়ে। এসময় নাসিরুদ্দিন শাহ এ বিষয়ে বলিউডের তিন খানের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

নুপূরের নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ভারত জুড়ে ঝড় উঠেছে। তার আঁচ পড়েছে বিশ্বেও। মুসলিম দুনিয়ার একযোগে আক্রমণ হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারত। কিন্তু নাসিরুদ্দিনের দাবি বলিউডের তিন খান এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বলে। এনডিটিভি-কে বর্ষীয়ান অভিনেতা এক সাক্ষাৎকারে বলেছেন, বড় তারকারা মুখ খুললে তাঁদের অনেক ক্ষতি হয়ে যাবে।

অভিনেতা বলিউডের খানদের কথা বলতে গিয়ে বলেন, ‘আমি তাদের পক্ষে কথা বলতে পারব না। তারা যে অবস্থানে আছে আমি সেখানে নেই। আমি মনে করি তারা মনে করে এটা তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ প্রমাণিত হবে। কিন্তু তারপরও আমি জানি না কীভাবে তারা এটি সম্পর্কে তাদের বিবেককে ব্যাখ্যা করে। তবে আমি মনে করি, তারা এমন একটি অবস্থানে রয়েছে যেখানে তাদের অনেক কিছু হারানোর আছে।’

উদাহরণ হিসেবে নাসিরুদ্দিন শাহ শাহরুখ খানের ছেলে আরিয়ানের উইচ-হান্টের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, শাহরুখ খানের সঙ্গে যা ঘটেছে এবং তিনি যে মর্যাদার সঙ্গে এর মুখোমুখি হয়েছেন তা প্রশংসার যোগ্য। এটি একটি উইচ-হান্ট ছাড়া কিছুই ছিল না। শাহরুখ নীরবতা পালন করেন।

তিনি যা করেছিলেন তা সমর্থন করেছিলেন তৃণমূলকে এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন। সোনু সুদের বাড়িতে অভিযান চালানো হয়।

হয়ত আমি এই তালিকায় পরবর্তী ব্যক্তি। আমি জানি না তবে তারা কিছুই পাবে না।

Selahaddin
HACKED BY ZYN3V4N / AYYILDIZ TİM TÜRKLERLE DOST OL DÜŞMAN OLMA!
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *