অন্যান্য

রাজধানীতে জোনভিত্তিক লকডাউনে প্রস্তুত ডিএনিসিসি : তাপস

জোন ভিত্তিক লকডাউন করা হলে তা বাস্তবায়নের জন্য প্রস্তুতি রয়েছে দক্ষিণ সিটি করপোরেশনের। বুধবার (১০ জুন) বিকেলে রাজধানীর ওসমানী উদ্যানের সৌন্দর্য বর্ধনের বিভিন্ন নির্মাণাধীন কাজ পরিদর্শন করে সাংবাদিকদের একথা বলেন দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এ সময় তিনি সাংবাদিকদের জানান, লক বাস্তবায়ন কমিটি এবং স্বাস্থ্য অধিদপ্তর সহ সরকারের নির্দেশনা পেলেই কাজ শুরু করার জন্য প্রস্ততি রয়েছে তাদের। এছাড়া বিগত সময়ের বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কাজের ধীর গতি রয়েছে তা দ্রুত বাস্তবায়নে কাজ শুরু করেছে দক্ষিণ সিটি করপোরেশন বলে জানান তিনি।

আগামী দিনে নগরবাসীকে ডেঙ্গুর ভয়াবহতা দেখতে হবে না জানিয়ে মেয়র জানান, এরই মধ্যে এসিড মশা নিধনে বছরব্যাপি কাজ শুরু হয়ে গেছে। বর্ষার জলাবদ্ধতা নিরসনের জন্য বেশ কিছু জলাশয় আগামী সপ্তাহে থেকে পরিষ্কারের কাজ সিটি করপোরেশন শুরু করবে বলেও জানান মেয়র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *