অন্যান্য

মিরসরাইয়ে ১৫০ কেজি পাম অয়েলসহ গ্রেপ্তার ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় তেল পরিবহনকারী গাড়ি থেকে চুরি করে বাইরে ওই তেল বাইরে বিক্রি করত একটি সংঘবদ্ধ চোরচক্র। গোপন খবরে অভিযান চালিয়ে চুরি করা ১৫০ কেজি পাম অয়েলসহ একজনকে গ্রেপ্তার করেছে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার উত্তর সোনাপাহাড়ের চিনকি আস্তানা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে সালেহ আহম্মদের দোকান থেকে এসব চোরাই তেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মো. সালাহ উদ্দিন (৩২)। সে উত্তর সোনাপাহাড়ের ৬ নম্বর ওয়ার্ডের বশির আহম্মদের ছেলে।

অভিযোগ পেয়েই জোরারগঞ্জ থানা পুলিশের (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী নেতৃত্ব দিয়ে অভিযানটি পরিচালনা করেন। তিনি বলেন, ‘অভিযানে ৫টি প্লাস্টিকের খালি তেলের ড্রাম, ২টি মুখ কাটা প্লাস্টিকের খালি তেলের ড্রাম, ৯টি প্লাস্টিকের খালি কন্টেইনার, ৬টি মুখ কাটা ১৬ কেজি ওজনের খালি টিন, ২টি তেল ওঠানোর পাম্পার, ৫টি বিভিন্ন সাইজের সাদা পোছ পাইপ ও ১৫০ লিটার পাম অয়েল উদ্ধার করেছি।’

তিনি আরও বলেন, ‘একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন যাবৎ মহাসড়কে চলাচলকারী তেল পরিবহনকারী বাহন থেকে তেল চুরি করে তা বিক্রি করত। গোপন খবর পেয়ে সালাহউদ্দিনকে আটক করি। চুরির মামলা দায়ের করে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সালাউদ্দিনকে আদালতে প্রেরণ করা হয়েছে।’সূত্র: চট্রগ্রাম প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *