ব্রাহ্মণবাড়িয়ায় ‘ঘরজামাই’ ডাকা নিয়ে দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘ঘরজামাই’ ডাকা নিয়ে দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে প্রায় ২৫ জন আহত হয়েছেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। এ সময় অভিযোগ উঠেছে বেশ কছিু বাড়িতে ভাঙচুর ও লুটপাটের।

এ ঘটনা ঘটে বুধবার (১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ।

আহতরা হলেন, আলামীন (৩৫), সোহাগ (২০), মুহাম্মদ আলী (২৪), রুবেল মিয়া (১৯), সাইদুল মিয়া (২৭), হৃদয় (২০), আনার মিয়া(৪৫), রিমা আক্তার (২৬), সাজু বেগম (২৩), সানজু আরা (১৫), ময়না বেগম (১০), সাদিক মিয়া (৭), সাহানা বেগম (৫০), হামিদা খানম (২০), খুরশিদ মিয়া(২৩), রাশেদ (৩৮), কাসেম মিয়া (৩০), রিপন (১৬), রাহিমা (১১), নাজমুল (১৩), কারিমা আক্তার (১৪), রিফাত (১৪), ফারুক (৩০), ইকবাল (২৬), বাবুলের (২৫), নাদিয়া (৯), নাম জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়,ওই এলাকার  ফজলুর রহমানে মেয়ের জামাই খুরশিদ মিয়াকে ‘ঘরজামাই’ ডাকেন সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের আমির হকের ছেলে সোহাগ মিয়া। এ নিয়ে কথা কাটাকাটি হয় ২জনের মধ্যে।

এক পর্যায়ে সোহাগ মিয়া বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে হাজী মার্কেটে খুরশিদকে মারধর করেন। পরে বাজারের সালিশ বৈঠকে সোহাগ ও খুরশিদ মিয়াকে মিলিয়ে দেন তারা। পরে দুই গ্রুপ এলাকায় গিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় প্রায় ২৬ জন আহত হন উভয়পক্ষে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয় উদ্ধারের পর।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, পুলিশ এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে আহতদের।

আরও সংবাদঃ ব্রাহ্মণবাড়িয়ায় ‘ঘরজামাই’ ডাকা নিয়ে দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ।

Leave a Comment