বোয়ালখালী ইউএনও’র পর এবার করোনা পজেটিভ স্বাস্থ্য কর্মকর্তা

মঙ্গলবার রাতে করোনা পজিটিভ সংবাদ আসে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের। ফের আজ বুধবার (১০ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ মোহাম্মদ জিল্লুর রহমান এর কোভিড-১৯ টেস্ট রেজাল্ট পজেটিভের খবরে আতংক বিরাজ করছে করোনা সম্মুখযোদ্ধাদের মাঝে।

বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে ডা. জিল্লুর রহমান বলেন, ৪/৫দিন ধরে হালকা জ্বর ও কাশি ছিল। দুইদিন আগে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা দিয়েছি, আজ সকালে রিপোর্ট পেলাম পজিটিভ। এ সময় তিনি সকলের দোয়া চান।

চলমান ‘করোনা’ দূর্যোগ শুরু হওয়ার প্রথম থেকেই সচেতনতা সৃষ্টি, বাড়ী বাড়ী গিয়ে হোম কোয়ারান্টাইন এ থাকাদের স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আলাদা আইসোলেশন সেন্টার তৈরি এবং কোভিড-ননকোভিড রোগীদের চিকিৎসা প্রদানে তিনি নিরলস কাজ করেছেন।

Leave a Comment