বিল্ডিং বানাতে পাহাড় কেটে সানমারের মাশুল মাত্র ২ লাখ!

চট্টগ্রাম নগরীতে পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করায় দুই লাখ টাকা জরিমানা গুণলো সানমার প্রপার্টিজ লিমিটেড। জরিমানার পাশাপাশি কেটে ফেলা পাহাড় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পূর্ব নির্ধারিত এক শুনানিতে এই জরিমানা করা হয়।

বায়েজিদ বোস্তামী জালালাবাদের মহানগর আবাসিক এলাকায় সানমারের এই আবাসন প্রকল্পটি নির্মিত হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, পরিবেশ অধিদপ্তরের তদন্তদল সানমার প্রপার্টিজ লিমিটেডের ‘সানমার গ্রীন পার্ক’ নির্মাণের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পাহাড় কাটার প্রমাণ পেয়েছে। এই প্রকল্পের জন্য তারা প্রায় এক হাজার বর্গফুট পাহাড় কেটে পরিবেশের ক্ষতি সাধন করেছে।

সানমার প্রপার্টিজ কর্তৃপক্ষের উপস্থিতিতে এই শুনানিতে তাদেরকে দুই লাখ টাকা জরিমানা আরোপের পাশাপাশি পাহাড় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়। ভবিষ্যতে কোনরূপ উন্নয়ন কাজ করতে হলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতেও বলা হয়েছে বলেও জানান পরিবেশ অধিদপ্তরের পরিচালক নুরুল্লাহ নূরী।
source: ctg pratidin

Leave a Comment