অন্যান্য

বার আউলিয়া ব্রিজের ভাঙা রেলিং ৫ মাসেও চোখে পড়েনি সড়ক ও জনপদ বিভাগের

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর নির্মিত বার আউলিয়া ব্রীজের রেলিং ভেঙে যাওয়ার ৫ মাসেও মেরামত করা হয়নি। চোখ পড়েনি সড়ক ও জনপদ বিভাগের।

গত ৫ মাস পূর্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের বার আউলিয়া মাজার এলকায় পাথর বোঝাই একটি ট্রাক ব্রীজের উপর দূর্ঘটনার শিকার হয়। এসময় ব্রীজের রেলিং ভেঙে পড়ে।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ব্যস্ততম এই ব্রীজের উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করছে। বার আউলিয়া খালের উপর নির্মিত ব্রীজটির রেলিং ভেঙে যাওয়ার পর ব্রীজটি বেশ ঝুঁকিপুর্ণ হয়ে উঠেছে।

রেলিং ভেঙে যাওয়ার দীর্ঘ ৫ মাস পরও সড়ক ও জনপদ বিভাগের নজরে পড়েনি ক্ষতিগ্রস্থ ব্রীজটি। যেকোন মুহুর্তে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় জনসাধারণ।

এবিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপদ বিভাগের সীতাকূণ্ড উপ-বিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী বলেন, ব্রীজের রেলিং ভেঙে যাওয়ার বিষয়টি আমাদের জানা ছিল না। শীঘ্রই এটি মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *