চট্টগ্রামে সিআইপি হিসেবে নির্বাচিত যারা

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৩৮ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি হিসেবে নির্বাচিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তার মধ্যে ১৩ জনই চট্টগ্রামের বাসিন্দা।

সোমবার (১৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, প্রতি বছর মোট তিনটি ক্যাটাগরিতে এ সম্মাননা দেওয়া হয়ে থাকে। ক্যাটাগরিগুলো হলো- ক) বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি, খ) বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি এবং গ) বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি।

সিআইপি-এনআরবি সম্মাননা-২০১৮-এ বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী ক্যাটাগরিতে একজন, বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ৩০ জন, বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে সাত জনসহ সর্বমোট ৩৮ জন এ মর্যাদায় ভূষিত হয়েছেন।

বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী চট্টগ্রামের হলেন, ওমান প্রবাসী চট্টগ্রামের মোহাম্মদ তৌহিদুল আলম, ইউএই প্রবাসী চট্টগ্রামের আবু নাঈম মো. তৌহিদুল আলম চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী চট্টগ্রামের নেহাল রয় রহিম, ইউএই প্রবাসী চট্টগ্রামের এস এম ইউসুফ, ইউএই প্রবাসী চট্টগ্রামের মোস্তফা কামাল, ওমান প্রবাসী চট্টগ্রামের মোহা. মোছাদ্দেক চৌধুরী, ইউএই প্রবাসী চট্টগ্রামের ফখরুল ইসলাম, ওমান প্রবাসী চট্টগ্রামের মোহাম্মদ ইয়াছিন চৌধুরী, ইউএই প্রবাসী চট্টগ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ওমান প্রবাসী চট্টগ্রামের মোহাম্মদ আশরাফুর রহমান।

বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন, ইউএই প্রবাসী চট্টগ্রামের মোহাম্মদ সেলিম ও নুরুল আলম, কুয়েত প্রবাসী চট্টগ্রামের আবুল কাসেম।

আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ উদযাপন অনুষ্ঠানে নির্বাচিত সিআইপিদের সম্মাননা ও সিআইপি কার্ড দেওয়া হবে। মন্ত্রণালয় আরও জানায়,  নির্বাচিতরা (এনআরবি) সিআইপি নির্বাচন নীতিমালা অনুযায়ী সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

Leave a Comment