অন্যান্য

বান্দরবানে পাহাড়ি ঝর্ণায় গোসল করতে গিয়ে ঢাকার পর্যটক নিখোঁজ

বান্দরবানের পাহাড়ি ঝর্ণায় গোসল করতে গিয়ে ঢাকার এক পর্যটক নিখোঁজ হয়েছে। তার নাম কাজী জাকারুল ইসলাম কানন (৩৫)। শনিবার (৩ অক্টোবর) সকালে জেলার থানচি উপজেলার দুর্গম নাফাখুম ঝর্ণায় গোসল করতে গেলে প্রবল স্রোতে এ পর্যটক পানিতে ভেসে যায়। উদ্ধারে ওই এলাকায় বিজিবি ও স্থানীয় লোকজনদের অভিযান চলছে। নিখোঁজ জাকারুল ঢাকার উত্তরার ক্যান্টনমেন্ট এলাকার কাজী জহিরুল ইসলামের ছেলে।

জানা যায়, ১৩ জনের একটি গ্রুপের বন্ধুদের সাথে এই পর্যটক বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম ঝর্ণায় বেড়াতে গিয়েছিল। গত ২ অক্টোবর ঢাকা থেকে পর্যটকদের এই দলটি বান্দারবানে বেড়াতে আসে। এখনো পর্যন্ত ঐ পর্যটকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, নাফাখুম ঝর্ণায় ঢাকার পর্যটক নিখোঁজ হওয়ার পর সেখানে এখন উদ্ধার অভিযান চলছে। প্রসঙ্গত এর আগেও প্রবল স্রোতে নাফাখুম ঝর্ণায় পর্যটক মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *