অন্যান্য

বরিশালের মেয়রের গ্রেপ্তার চায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন

বরিশালের মেয়রের গ্রেপ্তার চায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন

সরকারি প্রশাসনের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলার ঘটনায় মামলার পর মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে গ্রেপ্তারের দাবি তুলেছে। আইনের মাধ্যমেই দুর্বৃত্তদের মোকাবেলা করা হবে বলে জানান
সংগঠনটি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের কার্যনির্বাহী পরিষদে সংগঠনের সভাপতি ও পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ারের সভাপতিত্বে জরুরি সভা হয়। পরে রাতে এ প্রতিক্রিয়া জানানো হয় সংগঠনের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে সংঘটিত ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, ‘আইনের মাধ্যমেই দুর্বৃত্তদের মোকাবিলা করা হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে।’

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বরিশালের ঘটনাবলী বিশ্লেষণ করে দেখা যায় যে, কিভাবে একজন নির্বাহী অফিসার সরকারি কর্তব্য পালন করতে গিয়ে রাজনৈতিক দুর্বৃত্তদের দ্বারা হেনস্থা হয়েছেন। যে বাসায় তার করোনা আক্রান্ত অসুস্থ পিতামাতা উপস্থিত ছিলেন সেখানে হামলা করা হয়। তার বাড়ির গেট ভেঙে প্রবেশ করা হয়েছে, বাবা মায়ের উপস্থিতিতেই উক্ত কর্মকর্তাকে গালিগালাজ করা হয়েছে, আগ্নেয়াস্ত্র ও গুলি ব্যবহার করা হয়েছে, তার চামড়া তুলে নেওয়ার জন্য প্রকাশ্যে শ্লোগান দিয়ে মিছিল করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সিটি কর্পোরেশনের কর্মচারীদের দিয়ে নানা প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এবং সমস্ত জেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও তার দুর্বৃত্ত বাহিনী। এই ঘটনা সংঘটিত হয়েছে বরিশালের মেয়র, যার অত্যাচারে সমগ্র বরিশালবাসী অত্যন্ত অতিষ্ঠ, সেই সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর হুকুমেই।
অতএব, অবিলম্বে তার গ্রেপ্তার দাবি করছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য অঙ্গীকার ব্যক্ত করছে।

আরও সংবাদঃ বরিশালের মেয়রের গ্রেপ্তার চায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *