কয়েক লাখ টাকার ইলিশ পুড়ে ছারখার!

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর দিঘার মোহনা সংলগ্ন একাধিক মাছের দোকান শনিবার গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। নষ্ট হয়েছে বেশ কয়েক লাখ টাকার ইলিশ মাছ। মৎস্যজীবীদের ৯টি বালাঘর পুড়ে খাঁক হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। অচমকা আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। থার্মোকল, মোবিল, মুদির দোকান, সেলুন মাছের স্টোরসহ বাজারের একাধিক দোকান পুড়ে গেছে। ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা।

সূত্রের খবর, শনিবার গভীর রাতে আগুন লেগে যায় দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রের একটি আড়তে। মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে। দ্রুত ছড়িয়ে পড়ে সেই আগুন। এ বাজারের মধ্যে মাংসের দোকান, মাছের দোকান, জুতোর দোকান, সেলুনসহ পর পর বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যায়। দমকলে খবর দেওয়া হলে কিছুক্ষণের মধ্যে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। তবে ঘনবসতি হওয়ার কারণে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকর্মীদের।

স্থানীয়রা জানিয়েছেন, অন্তত ৩টি পাইকারি মাছের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। সেখানে মজুত ছিল মোট ২০ লাখ টাকার ইলিশ মাছ। সব মাছ নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন তারা।

ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রায় ২০ লাখ টাকার ইলিশ পুড়ে নষ্ট হয়ে গেছে। একে তো সারা বর্ষা ইলিশের দেখা নেই। যাও বা গত কয়েকদিনে কিছু ইলিশ ধরা পড়ল অগ্নিকাণ্ডে নষ্ট হলো তার অনেকটাই। তবে কেমন করে আগুন লাগল তা এখন পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Comment