ফেনী

ফেনী থাকবে চট্টগ্রাম বিভাগে, দাবি বাস্তবায়নে কমিটি

ফেনী থাকবে চট্টগ্রাম বিভাগে, দাবি বাস্তবায়নে কমিটি

প্রধানমন্ত্রীর কাছে ফেনীবাসীর আবেদন, ফেনীকে চট্টগ্রাম বিভাগের সঙ্গে রাখতে তিনি যেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। এ দাবি বাস্তবায়নের লক্ষ্যে ৩১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এতে ফেনীর জ্যেষ্ঠ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরকে আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির সভাপতি নুর হোসেনকে যুগ্ম আহ্বায়ক, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারীকে সদস্যসচিব করা হয়েছে।

আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে আছেন- পৌর মেয়র নজরুল ইসলাম মিয়াজী, বিএমএ সভাপতি শাহেদুল ইসলাম কাওছার, ব্যবসায়ী নেতা ইকবাল আলম, চেম্বার অব কমার্সের সভাপতি আইনুল কবীর, পরিবহন নেতা জাফর উদ্দিন,

আজম চৌধুরী, হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের হারুন আর রশিদ, সাংবাদিক রফিকুল ইসলাম , দিলদার হোসেন স্বপন, আসাদুজ্জামান দারা, শেখ ফরিদ উদ্দিন আত্তার, জহিরুল হক মিলু,এনামুল হক পাটোয়ারী ইসলাম, আরিফুল আমিন, সাইদ খান ও আতিয়ার সজল প্রমুখ।

শুক্রবার সন্ধ্যায় ফেনী পৌরসভার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ফেনীর নাগরিক নেতৃবৃন্দের সভায় এ কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারী। কমিটি নাগরিক নেতৃবৃন্দের মতামতের সমন্বয়, প্রতিফলন ও বাস্তবায়নে কাজ করবে।

আরও সংবাদঃ ফেনী থাকবে চট্টগ্রাম বিভাগে, দাবি বাস্তবায়নে কমিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *