চট্টগ্রামে ২ ইপিজেডের ৩৬ কারখানার শ্রমিকের বেতন ছাড়াই নববর্ষ

ধর্ম-বর্ণ, জাতি-গোত্র নির্বিশেষে বাংলা নববর্ষ উদযাপন হয়ে উঠেছে বাঙ্গালীর আপন উৎসবে। প্রতি বছর চট্টগ্রাম নগরীর চারুকলা, ডিসি হিল, শিল্পকলা, সিআরবি শিরিষ তলাসহ বেশ কিছু স্থানে লাখো প্রাণ উৎসব মেতে উঠতো। সেই উৎসবের ঢেউ লাগতো পোশাক তৈরীর সাথে জড়িত লাখো শ্রমিকের মনেও। প্রায় প্রতিটি কারখানার সামনে কিংবা ছাদে সকাল থেকে সন্ধ্যা তারা মেতে থাকতো গান-বাদ্যের তালে। নেচে গেয়ে দিন কাটাতো তাদের।

করোনাভাইরাসের থাবা যেমন পুরো পৃথিবীকে থমকে দিয়েছে তেমনি অন্য পেশার কর্মজীবীদের মতো পোশাক কর্মীদের জীবনেও ফেলেছে অনিশ্চয়তার ছাপ। এরই সাথে যুক্ত হয়েছে চট্টগ্রামের ২টি রপ্তানী প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) প্রায় ৩ ডজন কারখানার ৫০ হাজারেরও বেশী শ্রমিকের বেতন না পাওয়ার ভোগান্তি।

জানা গেছে, চট্টগ্রাম ইপিজেডে ২৫টির বেশী এবং কর্ণফুলী ইপিজেডের ৯টি কারখানা তাদের শ্রমিকদের মার্চ মাসের বেতন পরিশোধ করেনি।

চট্টগ্রাম ইপিজেডের পোশাক শ্রমিক রুবেল হোসেন বলেন, ‘প্রতি মাসে ১০ তারিখে মধ্যে বেতন হয়ে যেতো। সরকারি ছুটি চলছে, কারখানাও বন্ধ। এখনো বেতন পাইনি। অন্য বছর কারখানার ছাদে সবাই মিলে নববর্ষ উদযাপন করতাম। এবার এখনো ঘরভাড়াও দিতে পারিনি।’

কর্ণফুলী ইপিজেডের শ্রমিক সাবিনা ইয়াসমিন জানান, ‘বাংলা নতুন বছরকে বরণ করতে কারখানার সামনে মঞ্চ করা হতো। কর্মকর্তা, শ্রমিক সবাই মিলে নেচে গেয়ে আনন্দ করতো। এবার এখনো বেতন হয়নি। অর্থ কষ্টের সাথে যুক্ত হয়েছে নানা রকম অনিশ্চয়তাও।’

বেতন বকেয়া থাকার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ইপিজেডের মহাব্যবস্থাপক মো. খোরশেদ আলম বলেন, ‘চট্টগ্রাম ইপিজেডে ১৫৮টি কারখানার মধ্যে ২৫টির মতো কারখানায় মার্চ মাসের বেতন শিডিউল করা যায়নি। আগামী এক সপ্তাহের মধ্যে সবার বেতন পরিশোধ করা হয়ে যাবে।’

কর্ণফুলী ইপিজেড সূত্রে জানা গেছে, তাদের ৪১টি কারখানার মধ্যে ১৩ এপ্রিল পর্যন্ত ৩২টি কারখানায় বেতন পরিশোধ করা হয়েছে। ৯টি বাকী এখনো পরিশোধ করতে পারেনি। তবে এক সপ্তাহের মধ্যে শ্রমিকদের বকেয়া পরিশোধের জন্য তারা কারখানা মালিকদের বলেছেন।

Leave a Comment