অন্যান্য

প্রয়োজনে অন্য দেশে ঢুকে জঙ্গি খতম করব: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

প্রয়োজনে অন্য দেশে ঢুকে জঙ্গি খতম করব: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ প্রয়োজনে অন্য দেশে ঢুকে জঙ্গি খতম করার হুশিয়ারি দিয়েছেন।

তিনি বলেন, শুরু হয়েছে সন্ত্রাসবাদকে দেশ থেকে সমূলে উৎপাটন করার কাজ। কো‌নোভাবেই আপস করা হবে না দেশের নিরাপত্তার সঙ্গে। ভারতে সন্ত্রাস পাচার করে কেউ যদি শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে, তাদের ছেড়ে কথা বলা হবে না। প্রয়োজনে জঙ্গি খতম করবো অন্য দেশে ঢুকে।

তিনি এ হুশিয়ারি দেন রোববার তামিলনাড়ুর ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের এক অনুষ্ঠানে। খবর আনন্দবাজার পত্রিকার।

পাকিস্তানের না করে রাজনাথ বলেন, “যুদ্ধে দুবার হেরেছে। এক প্রতিবেশী দেশ তারপরও ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। ওই প্রতিবেশী দেশ জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে, অর্থ সাহায্য করে ভারতকে বারবার নিশানা করছে। সন্ত্রাস যেন তাদের রাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ বলেন,”রাজনাথ সন্ত্রাসবাদ প্রসঙ্গে বলতে গিয়ে বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের উদাহরণও টেনে এনেছেন।

পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তারা ভারতকে টার্গেট করে অস্ত্র, অর্থ ও সন্ত্রাসী ট্রেনিং দিয়েছে।

আরও সংবাদঃ প্রয়োজনে অন্য দেশে ঢুকে জঙ্গি খতম করব: ভারতের প্রতিরক্ষামন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *